জয়তু স্বপ্নযাত্রী!

স্বপ্নযাত্রার প্রাঙ্গণে তোমাদের স্বাগতম!

আমরা এখন সমবেত হয়েছি
একটি ফুলেল সোপানে
এখানে প্রভাতের সূর্যের মতো
হাস্যোজ্জ্বল আমাদের অগণিত
স্বপ্নযাত্রীর মুখ! চোখের দৃষ্টিতে
সকলের আমাদের দৃঢ় প্রত্যয়।
আমরা এগিয়ে যাবো।
সামনে আমাদের দুস্তর বন্ধুর পথ।

আমরা স্বপ্নের বীজ রোপণ করেছিলাম
অনেক আগেই। সযত্নে সেই বীজতলা
আগলে রেখেছিলাম।
ওম দিয়ে। ভালোবাসা দিয়ে।
এত দিন অপেক্ষা করেছি
অঙ্কুরোদ্‌গম হবে বলে।
প্রাণের স্ফুরণ হবে বলে।
আমাদের প্রত্যেকের হাতে
এখন সেই অঙ্কুর!

চলো আমরা এগিয়ে যাই সামনে
পায় পায় এগিয়ে যাই এক তালে!
একই পরিসরে। একই পরিক্রমায়।
একটি স্বপ্নযাত্রার আমাদের এখন
এই এখনই হোক শুভ উদ্বোধন!
জয়তু! সকল স্বপ্নযাত্রী!