নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ৫-৬ এপ্রিল

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক শহরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস-এর উদ্যোগে ৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় শুরু হয়ে এই উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

উদ্বোধন পর্বে বাংলা চলচ্চিত্রের সোনালি অতীত নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। উৎসবের প্রথম দিন উত্তম-সুচিত্রা অভিনীত একটি ও দ্বিতীয় দিন দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান উৎসবের সমন্বয়কারী শুভ রায়।

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল বলেন, সুচিত্রা সেন বাঙালির রোমান্সে ও নস্টালজিয়ায় জুড়ে রয়েছেন। তাঁকে নিয়ে কোটি ভক্তের আগ্রহের শেষ নেই।

সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায়। দেশভাগের পর তাঁরা সপরিবারে ভারত চলে যান। এই মহানায়িকার শৈশব ও কৈশোর কেটেছে পাবনার জনপদে।