অগ্নিবালক

‘রোদ্দুর হতে চেয়েছিল’-কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’। বনানী অগ্নিকাণ্ডের মন কেড়ে নেওয়া আমাদের ওই অসাধারণ বালকটি চায় ‘পুলিশ’ হতে। ...মানুষের পাশে দাঁড়ানোর, পাশে থাকার দুর্লভ মানবিক বাসনায়।
বাংলাদেশের ‘স্বরাষ্ট্রমন্ত্রীর’ কাছে আমাদের সবিনয় অনুরোধ—‘নাইমের কাছে একটি আগাম প্রতীকী নিয়োগপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দিন। তাহলে অগ্নিবালককে আমরা এক ধরনের উৎসাহও দিতে পারব যা সমাজের অন্য শিশুদের উদ্দীপ্ত করবে।
স্বদেশ নির্মাণের শুভ যাত্রাপথে এই নির্মোহ নাইমেরাই হয়ে উঠবে বিপন্ন মানুষের ‘পান্থজনের সখা’! এরাই আমাদের পথে পথে জ্বেলে দেবে আশার আলো, আরও আলো। নির্লোভ নির্ভয় অভিযাত্রীর মতো এগিয়ে যাবে সামনের দিকে।
বদিউজ্জামান নাসিম, ভিনগোলার্ধ, বোস্টন