তাজমহল পরিবারের বর্ষবরণ

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা

নিউইয়র্কের জ্যামাইকায় ব্যবসায়ী গ্রুপ তাজমহল পরিবার ১৪ এপ্রিল দুপুরে তাজমহল পার্টি হলে বাংলা বর্ষবরণের আয়োজন করে।
‘নব যাত্রার উল্লাসে আজ আলোর দুয়ার খোলা’ শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠান সারওয়ার হারুনের রবীন্দ্র সংগীত পরিবেশনা দিয়ে শুরু হয়। তাঁর পরিবেশনা শেষ হয় লোকগান দিয়ে।
অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন চন্দ্রা রায় ও লায়লা ফারজানা। ছিল শিশু শিল্পীদের নাচের পর্ব। এ ছাড়া নৃত্যশিল্পী হোমায়রা শ্রাবণী নৃত্য পরিবেশন করেন। সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় পরিবেশনা ছিল ব্রডওয়ে ড্যান্স কোম্পানির নৃত্য শিল্পী বৃন্দা গুহর মিনিট দশেকের পরিবেশনা ‘আরবান যাত্রা’।