নিউইয়র্কে নুসরাত হত্যার বিচার দাবি

নিউইয়র্কে নাগরিক সমাবেশে শিশু-কিশোরেরা। ছবি: প্রথম আলো
নিউইয়র্কে নাগরিক সমাবেশে শিশু-কিশোরেরা। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্র উদীচীর উদ্যোগে এক নাগরিক সমাবেশ থেকে ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যার নিন্দা ও বিচার দাবি করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই নাগরিক সমাবেশ হয়।

সমাবেশে গৃহীত এক ঘোষণাপত্রে বাংলাদেশের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক রচনাবলির অন্তর্ভুক্তির প্রতিবাদ জানানো হয়।

সমাবেশ উদীচীর বাংলা স্কুলের ছাত্রছাত্রীরাও বক্তব্য দেয়। তারা দেশাত্মবোধক গানের অংশবিশেষ গেয়ে শোনায়।

৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন দুই তরুণীসহ পাঁচজন। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান তিনি। এর আগে গত ২৭ মার্চ সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতকে কৌশলে প্রশাসনিক ভবনের (সাইক্লোন শেল্টার) ছাদে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।