ওকাসিও-কর্টেজকে নিয়ে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

সর্বকনিষ্ঠ নারী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। গত মধ্যবর্তী নির্বাচনে বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিক জো ক্রাউলিকে ডেমোক্রেটিক প্রাথমিক বাছাইয়ে পরাজিত করেই তিনি প্রথম হইচই ফেলে দিয়েছিলেন, কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যা পূর্ণতা পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোরতর বিরোধী হিসেবে পরিচিত এই ওকাসিও-কর্টেজকে নিয়েই এবার প্রামাণ্যচিত্র তৈরি করল নেটফ্লিক্স। নিজেকে ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া এই তরুণ রাজনীতিকের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তির দিন হিসেবে নেটফ্লিক্সও বেছে নিয়েছে মহান মে দিবসকে।
‘নক ডাউন দ্য হাউস’ নামের প্রামাণ্যচিত্রটি এর আগে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। সানিসাইডপোস্ট ডটকমের তথ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রটি রেকর্ড ১ কোটি ডলারে বিক্রি হয়েছিল তখন। ফেস্টিভ্যালের ইতিহাসে এর চেয়ে বেশি মূল্যে আর কোনো প্রামাণ্যচিত্র বিক্রি হয়নি।
প্রামাণ্যচিত্রটির পরিচালক রাচেল লিয়ার্স সানিসাইডপোস্ট ডটকমকে বলেন, নেটফ্লিক্সের মাধ্যমে প্রামাণ্যচিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক দর্শকের কাছে পৌঁছে যাবে। এতে করে এমন অনেক দর্শক এটি দেখতে পাবেন, যারা সাধারণত এ ধরনের প্রামাণ্যচিত্র দেখে অভ্যস্ত নন।
গত বছর সর্বকনিষ্ঠ নারী রাজনীতিবিদ হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন নিউইয়র্কের ২৯ বছর বয়সী ডেমোক্র্যাট ওকাসিও-কর্টেজ। গত বছরের নভেম্বরে প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা জো ক্রাউলেকে হারিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন তিনি। অথচ মাত্র ছয় বছর আগেও একটি রেস্তোরাঁয় পরিচারিকা হিসেবে কাজ করতেন তিনি।
পেস্ট ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রটিতে ওকাসিও-কর্টেজ ছাড়া আরও তিন অঙ্গরাজ্যের তিন নারী রাজনীতিকের কথা তুলে ধরা হয়েছে। তাঁরা হলেন নেভাদার অ্যামি ভিলেলা, মিসৌরির কোরি বুশ ও ওয়েস্ট ভার্জিনিয়ার পলা জ্যঁ সোয়ারেনজিন। তবে এই চারজনের মধ্যে একমাত্র ওকাসিও-কর্টেজই নির্বাচনে বিজয়ী হতে পেরেছেন।