মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসছেন ১৪ মে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ১৪ মে রাশিয়ার সোচি শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা রিয়া এ তথ্য জানিয়েছে।

এ সম্পর্কিত প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন এ বৈঠকে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বিষয়ের অভাব হওয়ার কথা নয়। কারণ দুই দেশ সিরিয়া, ইউক্রেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ বহু বিষয়ে বিপরীত অবস্থানে রয়েছে। ফলে বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা খুবই স্বাভাবিক। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হোয়েলান গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে রাশিয়ায় আটক রয়েছেন। তাঁর মুক্তির বিষয়টিও তাঁদের আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছে রয়টার্স।