সাধ্বী আগ্নেসের গীতিনাট্য ৪ আগস্ট

সাধ্বী আগ্নেসের জীবনীভিত্তিক গীতিনাট্য ‘সাধ্বী আগ্নেসের পালাগান’ মঞ্চস্থ হবে আগামী ৪ আগস্ট। ওই দিন বিকেলে সেন্ট ক্যামিলাস হলে এ নাটক মঞ্চস্থ হবে। পালাগানের পরিচালক আব্রাহাম সুবাস ডি’কস্তা ও সহপরিচালক শ্যামল ডি’কস্তা এই ঘোষণা দেন।
ইতিপূর্বে ‘সাধ্বী আগ্নেসের পালা’ মঞ্চস্থ করা হয়েছিল ও এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। গীতিনাট্যটির প্রধান দুটি চরিত্র আগ্নেসের ভূমিকায় অভিনয় করবেন রোজ মারিয়া ডি’কস্তা ও প্রকোবেনের চরিত্রে অভিনয় করবেন শ্যামল ডি’কস্তা।
কালীগঞ্জের গাজীপুর জেলার কালীগঞ্জের চড়াখোলা গ্রামের ডমিনিক রোজারিও (ডোমিঙ্গ পণ্ডিত) বহু বছর আগে এই পালাগান রচনা করেন। তাঁর রচিত এই পালাগান অনেক অঞ্চলে মঞ্চায়িত হচ্ছে আজও। তাঁর অন্য রচনার মধ্যে ‘যীশুর যাতনাভোগ পালাগান’, ‘সাধ্বী রিটার পালাগান’, ‘কষ্টের গান’ ও ‘ঠাকুরের গান’ (সাধু অন্তনির গান) উল্লেখযোগ্য।