ফোবানা হবে নতুন পুরোনোর মহামিলন মেলা

সভায় ফোবানা কনভেনশন কমিটির সদস্যরা
সভায় ফোবানা কনভেনশন কমিটির সদস্যরা

ফোবানা কনভেনশন কমিটির গুরুত্বপূর্ণ সভা ১ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, এবারের ফোবানা কনভেনশন নর্থ আমেরিকায় ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। এবারের ফোবানা হবে নতুন পুরোনোর মহামিলন মেলা।
কনভেনশন কমিটির সভায় উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, স্টিয়ারিং কমিটির সদস্যসহ সব পরিচালকেরা।
সভায় সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির কনভেনর শাহ নেওয়াজ। সঞ্চালনা করেন ফোবানা কনভেনশন কমিটির সদস্যসচিব ফিরোজ আহমেদ। সভায় স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন আজম, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নিশান রহিম, সেমিনার কমিটির চেয়ারম্যান খন্দকার ফরহাদ, ম্যাগাজিন অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মঈনুদ্দিন নাসের, ল’এনফোর্সমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ এনায়েত আলী, ওয়াহিদ কাজী এলিন এবং ফোবানা স্টিয়ারিং কমিটির সহসভাপতি আলী ইমাম উপস্থিত ছিলেন।
সভায় কনভেনশন কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন কালচারাল কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান আবু তালেব চৌধুরী চান্দু, পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, ফোবানা ওয়ার্কার্স কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর, হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশান কমিটির চেয়ারম্যান এম এস আলম, স্টেজ অ্যান্ড সাউন্ড কমিটির চেয়ারম্যান মির শিবলী, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কমিটির চেয়ারম্যান হাবিব, মার্কেটিং ইন্টারন্যাশনাল কমিটির চেয়ারম্যান এম এ সাদেক, ইন্টারেস্টেড পাবলিক লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, চাইল্ড ট্যালেন্ট শো চেয়ারম্যান নাসরিন চৌধুরী, কাব্য জলসা কমিটির চেয়ারম্যান লুবনা কায়সার, সদস্য আফরোজা বেগম রোজী, সদস্য সুভাস মজুমদার, গেস্ট রিসিপশন কমিটির চেয়ারম্যান মিয়া দুলাল এবং ইব্রাহিম সেলিম।
সভায় উপস্থিত ছিলেন কনভেনশন কমিটির কো-কনভেনর জসিম ভূঞা, যুগ্ম সদস্য সেক্রেটারি মাকসুদুল এইচ চৌধুরী, চিফ অ্যাডভাইজার মোরশেদ আলম।
সভা শুরু করেন ফোবানা কনভেনশন কমিটির কনভেনর এবং সভার সভাপতি শাহ নেওয়াজ। সভার শুরুতেই বিস্তারিত আলোচনা করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। এরপর স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি কাজী শাখাওয়াত হোসেন আযম আলোচনা করেন।
বানা কনভেনশন সফল করতে নেতৃবৃন্দ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সভার মূল বিষয় ছিল ফোবানা কনভেনশনকে সফল করা।
ফোবানা কনভেনশন কমিটির কনভেনর শাহ নেওয়াজ বলেন, এবারের ফোবানা কনভেনশন নর্থ আমেরিকায় ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। এবারের ফোবানা হবে নতুন পুরোনোর মহামিলন মেলা। ঐক্যবদ্ধ ফোবানা করার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান।