মিশিগানে বর্ষামঙ্গল উৎসব ২৬ মে

মিশিগানে বর্ষামঙ্গল উৎসবের প্রস্তুতি চলছে। সিম্ফনি ক্লাবের আয়োজনে ২৬ মে ওয়ারেন সিটির দেশি হলে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
মিশিগানে এই প্রথম বর্ষামঙ্গল উৎসব উদ্‌যাপিত হচ্ছে। এ নিয়ে মিশিগানে বসবাসরত বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
আয়োজকেরা জানিয়েছেন, এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ও বাঙালির কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি তুলে ধরার জন্যই তাদের এ আয়োজন। অন্যদিকে প্রবাসে বাঙালিরা যেসব অনুষ্ঠান করেন এতে অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণেরা থাকেন উপেক্ষিত। তাঁদের এ অনুষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত করা ও গুণীজন সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা আরও বলেন, এবারের উৎসবের স্লোগান হচ্ছে ‘বৃষ্টির জলে স্নাত হোক বিবেক’।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এতে থাকছে গান ও আবৃত্তির মাধ্যমে বর্ষা ঋতুকে বরণ, বর্ষা বন্দনা, নৃত্যানুষ্ঠান, পঞ্চ কবির গান, বর্ষা নিয়ে কথামালা, নারীদের অংশগ্রহণে
হাসির নাটক ‘রজকিনি ও চণ্ডিদাশ’, গুণীজন সংবর্ধনা, উপস্থিত দর্শকদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান, সিম্ফনি ক্লাবের উদ্যোগে সবার
জন্য নৈশভোজ, কলকাতার
একজন জনপ্রিয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান এবং সবশেষে আকর্ষণীয় র‌্যাফল ড্র।