যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়াল

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ছবি: রয়টার্স
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এই প্রাণহানি বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এর পর ৫০ দিনে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। সর্বশেষ যুক্তরাষ্ট্রে কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার মানুষ। যা বিশ্বের মোট সংক্রমিত মানুষের ৩০ শতাংশ। মেরিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত পর্যন্ত কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭৬ জন।কেবল গতকাল মারা গেছেন ১ হাজার ৪০১ জনে। সবশেষ এই ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সংক্রমণের সংখ্যা। এর আগে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমে আসছিল। তা ৭০০ জনের নিচে ছিল।

আগেই আশঙ্কা করা হচ্ছিল, ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে।টুইটারে দেওয়া এক পোষ্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করা হয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে, পার্কে মানুষের উপস্থিতি বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বর্তমানে বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ সংক্রমিত। মারা গেছে ৩ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন।সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই আছে ব্রাজিল, ৪ লাখ ছাড়িয়ে গেছে। তৃতীয় স্থানে রাশিয়া। এখানে মোট সংক্রমিত ৩ লাখ ৭০ হাজার জন। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সাড়ে ৩৭ হাজার মানুষ মারা গেছে।