আলামত পাওয়া যায়নি: নূরনবী সোহাগ

আইয়ুব চাচার দোকানের সামনে ছোটমতো জটলা দেখা যাচ্ছে। কৌতূহল নিয়ে আমিও হাঁটলাম সেদিকে। ঘটনা হলো, প্রতিদিনের মতোই দোকানে বেচাবিক্রি করছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা ওঠে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এ রকমটা বলেই ঢলে পরেন। করোনাকালে রাস্তায় গাড়ির সংকট। এখান থেকেই কেউ একজন তড়িঘড়ি করে একটা রিকশায় উঠিয়ে তাকে হাসপাতাল নিয়ে গেছেন। ঘণ্টাখানেক পর খবর এল, আইয়ুব চাচা মারা গেছেন। মৃত্যুকালীন তার শ্বাসকষ্ট হয়েছিল। এখানকার মানুষের মাথায় গেঁথে আছে, শ্বাসকষ্ট করোনার অন্যতম উপসর্গ।

গ্রামজুড়ে কথাটা এমনভাবে প্রচার হলো যেন আইয়ুব চাচা করোনায় মারা গেছেন। সব মানুষের মুখে আতঙ্কের ছাপ। খবরটা প্রশাসন অব্দি পৌঁছালে তারা এসে তার নমুনা সংগ্রহ করে। এবং গ্রাম ও পরিবারের মানুষ ছাড়া তারা নিজেদের জিম্মায় লাশ দাফন করে।

পরদিন রিপোর্টে জানা যায়, তার শরীরে করোনার আলামত পাওয়া যায়নি। তিনি স্ট্রোকে মারা গেছেন।

>[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]