এবিসি রেডিও

আনুষ্ঠানিক সম্প্রচারের ছয় বছরে পা দিল এ দেশের অন্যতম জনপ্রিয় রেডিও চ্যানেল এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২। ২০০৯ সালের ৭ জানুয়ারি বাণিজ্যিক পরিচালনা শুরু করেছিল চ্যানেলটি। বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক রেডিও হচ্ছে এবিসি রেডিও। ‘বাংলার আওয়াজ’ স্লোগান দিয়ে এর যাত্রা শুরু হয়। আমাদের পক্ষ থেকে এবিসি রেডিওকে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি এবং সেই সঙ্গে এর পথচলা আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা করছি। জনগণকে সচেতন করার ক্ষেত্রে রেডিও সহজ, কিন্তু শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অসামান্য ও অনন্য। এবিসি রেডিওতে ক্যারিয়ার গঠনমূলক অনুষ্ঠান প্রচারে নজর দিলে অনেকেই উপকৃত হবেন। কারণ, ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক তরুণ বিপথে চলে যাচ্ছেন। তাঁরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন এবং বিভিন্ন ধ্বংসাত্মক কাজে তাঁদের ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সব পর্যায়ের মানুষের জন্য বিভিন্ন শারীরিক ও মানসিক পরামর্শমূলক অনুষ্ঠান প্রচার বাড়াতে হবে।
পরিশেষে এবিসি রেডিওর আরও সমৃদ্ধি কামনা ও জনগণের পাশে থাকার প্রত্যাশা করছি।
মো. আরিফুর রহমান, ঢাকা।