ক্যানসার রুখতে দৌড়

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের তরুণ ভক্তদের সংগঠন হিমু পরিবহন। এই সংগঠনের সদস্যরা চান ক্যানসার আক্রান্ত হয়ে যেন প্রিয় লেখকের মতো কারও মৃত্যু না হয়। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে সারা দেশে নানা আয়োজন ছিল সংগঠনটির, ঢাকায় আয়োজন করেছিল দৌড়ের।

ক্যানসার সচেতনতায় দৌড়াচ্ছেন তরুণেরা। ছবি: সংগৃহীত
ক্যানসার সচেতনতায় দৌড়াচ্ছেন তরুণেরা। ছবি: সংগৃহীত

ঘড়িতে সময় তখন ভোর ছয়টা। শীতকে যাঁরা তোয়াক্কা করেন না, সেই কাকডাকা ভোরেই হাজির তাঁরা। ততক্ষণে নিবন্ধনের কাজ শুরু হয়েছে, আয়োজকেরা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন। স্বেচ্ছাসেবকেরা বুঝে নেন নিজেদের কাজ। উৎসবমুখর চারপাশ। এরই মধ্যে চলে এলেন লেখক ও উন্মাদ সম্পাদক আহসান হাবীব, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, এসএ গেমস-২০১৬তে ভারোত্তোলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তসহ অনেক গুণীজন।

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসের আয়োজন এটি। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের তরুণ ভক্তদের সংগঠন হিমু পরিবহন মানুষকে ক্যানসার সচেতন করতে দৌড়ের আয়োজন করেছিল। তাদের সহযোগিতা করেছে বিকন ফার্মা।

সকাল তখন প্রায় সাতটা। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের চিত্রটা ততক্ষণে বদলে গেছে। বন্ধুদের নিয়ে যাঁরা এসেছেন, মেতে আছেন খুনসুটিতে, দৌড়ের আগে নবীনদের টিপস দিচ্ছেন অভিজ্ঞরা, ছোট ভাইবোনদের যাঁরা নিয়ে এসেছেন, তাঁরা বুঝিয়ে দিচ্ছেন দৌড়ের সময় করণীয় কী হবে। ক্যানসার সচেতনতার প্রচারপত্র বিলি করার জন্য চলে যাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা।

উদ্বোধনী আয়োজনে আহসান হাবীব (মাইক হাতে), নিশাত মজুমদার (ডানে) ও মাবিয়া আক্তার সীমান্ত (মাঝে দাঁড়ানো)
উদ্বোধনী আয়োজনে আহসান হাবীব (মাইক হাতে), নিশাত মজুমদার (ডানে) ও মাবিয়া আক্তার সীমান্ত (মাঝে দাঁড়ানো)

ঠিক তখনই আহসান হাবীবের হাতে মাইক। উদ্বোধন ঘোষণার সময় বললেন, ‘আমি ভেবেছিলাম আমিই একমাত্র উন্মাদ, যে ওপেন হার্ট সার্জারি করার পরও এই শীতের ভোরে এখানে এসেছি। এখন তো দেখি উন্মাদের সংখ্যা অনেক। এমন স্বতঃস্ফূর্ত আর আগ্রহী মানুষদের কাঁধে ভর করেই বাংলাদেশ একদিন ঠিকই ক্যানসারমুক্ত হবে।’

আহসান হাবীবের ঘোষণায় দৌড় শুরু করেন প্রায় ২৫০ জন। প্রথাগত দৌড় প্রতিযোগিতার লেশমাত্র নেই। সবাই মিলে এগিয়ে যাচ্ছেন একসঙ্গে। যে ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ছেন তাঁকে পিপাসা মেটানোর জন্য পানি দিয়ে আবার দৌড়ের জন্য উৎসাহিত করছেন পাশের জন। এখানে কেউ যেন কারও প্রতিপক্ষ নয়। কারও সঙ্গে নেই কারও প্রতিযোগিতা। সবাই মিলে একই সঙ্গে তাঁরা দৌড়াচ্ছেন, আর এখানে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ নন বরং সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞায় একত্র হচ্ছেন ক্যানসারের বিরুদ্ধে।

নজর কাড়লেন হুইলচেয়ারে বসা একজন। তিনিও ছুটেছেন দৌড়ে। কথা হলো তাঁর সঙ্গে। নাম চিবল সাংমা। শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। তবে মন তাঁর বাধাহীন। মনের জোরে জয় করতে চান সব বাধা।

দৌড়ে অংশ নিয়েছিলেন চিবল সাংমা
দৌড়ে অংশ নিয়েছিলেন চিবল সাংমা

একে একে সবাই দৌড়ের ফিনিশিং পয়েন্টে, আবার শহীদ মিনারের পাদদেশে। আয়োজন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হিমু পরিবহনের সংগঠক আহসান হাবীব বলেন, ‘বিশ্ব ক্যানসার দিবসে আমরা দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছি। শুধু ঢাকাতেই নয়, দেশের প্রায় ৫০টি স্থানে ক্যানসার সচেতনতায় শোভাযাত্রা, আলোচনা সভা, সাইকেল শোভাযাত্রা, ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম করেছি।’