অনলাইন কেনাকাটায় বৈশাখী ঝড়

অনলাইনের মাধ্যমেই বৈশাখের কেনাকাটা করছেন অনেকে। ছবি: কবির হোসেন
অনলাইনের মাধ্যমেই বৈশাখের কেনাকাটা করছেন অনেকে। ছবি: কবির হোসেন

রোদে যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কিংবা মার্কেটের হুল্লোড়ে ঘেমে নয়, তর্জনীর এক পরশেই হয়ে যাবে বৈশাখের কেনাকাটা। বৃদ্ধাঙ্গুলিও হতে পারে অথবা মাউসের একটা ক্লিক। কেননা পোশাক এবং অনুষঙ্গের পসরা যে এখন অন্তর্জালে, সোজা ইংরেজিতে যাকে বলে অনলাইন। বৈশাখের নানা সম্ভার নিয়ে নববর্ষ উদ্‌যাপনে তৈরি হয়ে আছে ইন্টারনেটভিত্তিক দোকানগুলো। ফেসবুকের নীল সাদা দুনিয়াতেও ঠাঁই করে নিয়েছে গয়না, চুড়ি, শাড়ি, জামা ইত্যাদি।

রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস বলেন, ‘বাংলা ১৪২৫ সন উপলক্ষে আমরা অনলাইনে শাড়ি, কুর্তা, সালোয়ার-কামিজ, ছেলেদের পায়জামা-পাঞ্জাবিসহ সকল পোশাক কেনাকাটায় ১৪.২৫ শতাংশ ছাড় দিচ্ছি, পয়লা বৈশাখ পর্যন্ত। রয়েছে বিকাশ ও হাতে হাতে দাম দেওয়ার সুবিধা।’

ক্রেতার বাড়িতে পণ্য পৌঁছাতে প্রায় একই রকম সুবিধা দিচ্ছে আড়ং, অঞ্জন’স, কে ক্রাফট, ক্যাটস আই, রিচম্যান, ইয়েলো, এক্সট্যাসি, দর্জিবাড়ি ইত্যাদি ব্র্যান্ড। শুধু ওয়েবসাইট নয়, ফেসবুকে তাদের পেজে গিয়েও আপনি কেনাকাটা করতে পারবেন, অর্ডার দিতে পারবেন, এমনকি কথাও বলে নিতে পারবেন।

 ফেসবুকে কেনাকাটার আরেকটি বড় সুবিধা হলো, ওয়েবসাইট থাক বা না থাক, সব ব্র্যান্ডই তার ক্রেতার জন্য সহজ যোগাযোগের দরজা খুলে রেখেছে ওখানে। আঙুলের ছোঁয়ায় স্ক্রল করেই দেখে নেওয়া যাচ্ছে সব পণ্যের খুঁটিনাটি ও বিশেষ সংগ্রহগুলো।

একদম দেশি ছোঁয়া পেতে ঘুরে আসতে পারেন ফেরিওয়ালী ও খুঁত নামের পেজে। উর্মিলা শুক্লা আর ফারহানা হামিদ আত্তির বড় শখের পেজ খুঁত। তাতে রয়েছে তাঁতে বোনা চন্দনরঙা জমিনে সরু ফুল তোলা পাড়। কিংবা কলাপাতা সবুজ, হলুদ কমলা তাঁতের শাড়িতে কেটে বসানো প্রিন্টের কাপড়ের পাড় ও আঁচল। দেশি রং ও রুচির মিশেলে তৈরি এই পেজ, আরও পাবেন শ্রাগ, স্কার্ট, টপ। সবই বৈশাখের রং ও কাপড়ের আরাম ভাবনার বুননে তৈরি। ওই পেজেই অর্ডার দিতে পারেন, তিন দিনের মাথায় পণ্য বুঝে নেবেন বাসার দরজা থেকে। কুরিয়ারের খরচটা দিতে হবে তখনি। একটু ভিন্ন ধাঁচের স্বাদ পেতে ঘুরে আসতে পারেন মেনকা নামের পেজটিতে। স্বত্বাধিকারী সাবিহা আকন্দ তৈরি করেছেন ১০০ কাউন্টের নিখুঁত সুতিতে বোনা সামার ওয়াইন ২০১৮ শিরোনামে ৬ রঙে রাঙানো শাড়ি। এর জন্য মেনকার পেজে রাখা গুগলের ফরম পূরণ করে অর্ডার করতে হবে, আগে অর্ডার আগে শাড়ি ভিত্তিতে সাবিহা শাড়িগুলো পৌঁছে দেবেন শাড়ি নন্দিনীর হাতে।

শাড়ির সঙ্গে গয়না চাই তো? একবার ঢুঁ দিয়ে আসুন ত্রিনিত্রি, সিক্স ইয়ার্ডস স্টোরি, সরলা নামের পেজগুলোতে। ত্রিনিত্রির অন্বেষা দত্ত এবার গয়নায় ফুটিয়েছেন যামিনী রায়ের ছবির অনুপ্রেরণায় নকশা এবং প্রিন্ট। বললেন, হাতে আঁকা কাঠের গয়নাই বেশি কিনছেন সবাই বৈশাখের জন্য। ত্রিনিত্রির ফুল ফোটানো গয়নাগুলো মানিয়ে যাবে যেকোনো শাড়ির সঙ্গে আর ছোট্ট মিষ্টি প্যাঁচার গয়নার রং মন কেড়ে নেবেই। অর্ডার করতে হবে পেজে গিয়েই। সরলার মানসুরা স্পৃহা দুই বছর ধরে গয়নার পাশাপাশি শখের অনুষঙ্গও রাখছেন সংগ্রহে। বললেন, রুপার প্লেটিং করা দেশি কারিগরদের তৈরি গয়না, কিংবা পুরোনো যুগের সাগরিকা কানের দুল রাখছেন বিশেষ সংগ্রহে। রঙিন নকশা বোনা সানগ্লাস, চাবির রিং হোল্ডার, মানিব্যাগ, হারিকেন, কেটলি ও বাঁশিও কিনতে পারবেন তাঁর পেজ থেকে। আছে গ্লুড টুগেদার, চারু, তুমি গলার মালা ইত্যাদি। পাঠকের সুবিধার্থে কিছু ওয়েবসাইট ও ফেসবুক পেজের ঠিকানা জুড়ে দিচ্ছি এখানেই।

• aarong.com

• rang–bd.com

• catseye.com.bd

• kaykraft.com

• www.yellowclothing.net

• ecstasybd.com

• www.dorjibaribd.com

• www.okhanei.com

• www.facebook.com/o2lifestylestore

• www.facebook.com/khut.art

• www.facebook.com/trendycart

• www.facebook.com/ovirupafashions

• www.facebook.com/StringzBD

• www.facebook.com/Menka.Rupsmania

• www.facebook.com/saralahp.bd

• www.facebook.com/Trinitri7

• www.facebook.com/6ystory