সপ্তাহের আওয়াজ

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।

www.facebook.com/chutirdine
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

ভাগ্যিস, রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো বৃষ্টির দিনে সকাল সকাল ভিড়ভাট্টা ঠেলে অফিসের জন্য ছুটতে হয়নি। তাহলে হয়তো আমরা বৃষ্টি নিয়ে এত সুন্দর সব কবিতা-গান পেতাম না!

আফজাল করিম, ধানমন্ডি, ঢাকা
গরুর ভুনা মাংস পানিতে ধুয়ে খেতে যেমন লাগে, মেসিকে ছাড়া আর্জেন্টিনার খেলা দেখা—ব্যাপারটা অনেকটা তেমন।

নাজমুল নোমান, মালিবাগ, ঢাকা
এই প্রথম একা একা ইফতার করতে হচ্ছে। নতুন চাকরি নিয়ে যশোর এসেছি তিন মাস হলো। আম্মার হাতে বানানো পিয়াজু খুব মিস করছি।

বেনজির আহমেদ, শংকরপুর, যশোর
পত্রিকা, টিভি, ফেসবুক—সব জায়গায় শুধু বিশ্বকাপের আলোচনা। মনে হচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখের পর হুট করে সারা বিশ্বের মানুষ বেকার হয়ে যাবে!
সানজিদা নাহার, মিরপুর, ঢাকা