এক ঝলক (১৩ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২০
বসন্তের সাংস্কৃতিক অনুষ্ঠানে একদল খুদে নৃত্যশিল্পী। শিরীষতলা, সিআরবি, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
বসন্তের সাংস্কৃতিক অনুষ্ঠানে একদল খুদে নৃত্যশিল্পী। শিরীষতলা, সিআরবি, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
২ / ২০
সিলেটে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য পরিবেশন করছে ছন্দনৃত্যালয়ের শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য পরিবেশন করছে ছন্দনৃত্যালয়ের শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
তরুণদের মুখে আবির, তরুণীদের বসন্তের সাজ। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন।
তরুণদের মুখে আবির, তরুণীদের বসন্তের সাজ। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন।
৪ / ২০
পয়লা ফাল্গুনে চারদিকে সাজ সাজ রব। বাসন্তী রঙের শাড়িতে সেলফি তুলছেন তরুণীরা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
পয়লা ফাল্গুনে চারদিকে সাজ সাজ রব। বাসন্তী রঙের শাড়িতে সেলফি তুলছেন তরুণীরা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৫ / ২০
পলাশ ফুলের মাঝে টিয়া পাখি। আজ থেকে শুরু হলো ঋতুরাজ বসন্তের যাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
পলাশ ফুলের মাঝে টিয়া পাখি। আজ থেকে শুরু হলো ঋতুরাজ বসন্তের যাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
৬ / ২০
অমর একুশে গ্রন্থমেলায়ও লেগেছে বসন্তের রং। হলুদ শাড়ি পরে অনেকই এসেছিলেন ফুলের সাজে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
অমর একুশে গ্রন্থমেলায়ও লেগেছে বসন্তের রং। হলুদ শাড়ি পরে অনেকই এসেছিলেন ফুলের সাজে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৭ / ২০
আজ থেকে শুরু বসন্তকাল। গাছের ডালে থোকা থোকা শিমুল। ফুলে ফুলে ফুটছে একটি কাঠশালিক। চণ্ডিপুল, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
আজ থেকে শুরু বসন্তকাল। গাছের ডালে থোকা থোকা শিমুল। ফুলে ফুলে ফুটছে একটি কাঠশালিক। চণ্ডিপুল, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
জার্মানির ‘রোজ মানডে’ শোভাযাত্রায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি। ডুসেলডর্ফ, জার্মানি, ১২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
জার্মানির ‘রোজ মানডে’ শোভাযাত্রায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি। ডুসেলডর্ফ, জার্মানি, ১২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৯ / ২০
ভ্যালেনটাইনস ডে উপলক্ষে প্রিয়জনের জন্য ভালোবাসার বার্তাযুক্ত মগ পছন্দ করছেন একজন। বেঙ্গালুরু, ভারত, ১২ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ভ্যালেনটাইনস ডে উপলক্ষে প্রিয়জনের জন্য ভালোবাসার বার্তাযুক্ত মগ পছন্দ করছেন একজন। বেঙ্গালুরু, ভারত, ১২ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১০ / ২০
এই বড় আকৃতির মিষ্টিকুমড়াগুলো আসে মুন্সিগঞ্জ থেকে। একেকটির ওজন গড়পড়তা প্রায় ৫০ কেজি। রাজধানীর কারওয়ান বাজারে কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জামিল খান
এই বড় আকৃতির মিষ্টিকুমড়াগুলো আসে মুন্সিগঞ্জ থেকে। একেকটির ওজন গড়পড়তা প্রায় ৫০ কেজি। রাজধানীর কারওয়ান বাজারে কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জামিল খান
১১ / ২০
নেচে-গেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্তকে বরণ করে নেওয়া হয়। ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন
নেচে-গেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্তকে বরণ করে নেওয়া হয়। ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন
১২ / ২০
ইতালির রোমে কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের ৪১তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি, রোম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: ফোকাস বাংলা
ইতালির রোমে কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের ৪১তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি, রোম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২০
ফাগুনের রং লেগেছে তরুণ-তরুণীদের মনে। সাজগোজের পর ছবি না তুললে কি হয়! তাই রঙিন সাজে চলছে সেলফি তোলা। সরকারি মহিলা কলেজ, বরিশাল। ছবি: সাইয়ান
ফাগুনের রং লেগেছে তরুণ-তরুণীদের মনে। সাজগোজের পর ছবি না তুললে কি হয়! তাই রঙিন সাজে চলছে সেলফি তোলা। সরকারি মহিলা কলেজ, বরিশাল। ছবি: সাইয়ান
১৪ / ২০
আজ পয়লা ফাল্গুন। রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। এ দুদিন গোলাপের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। পাবনার বাজারে প্রকারভেদে ২০ থেকে ৮০ টাকা দরে একেকটি গোলাপ বিক্রি হচ্ছে। রবিউল শপিং কমপ্লেক্স, পাবনা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
আজ পয়লা ফাল্গুন। রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। এ দুদিন গোলাপের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। পাবনার বাজারে প্রকারভেদে ২০ থেকে ৮০ টাকা দরে একেকটি গোলাপ বিক্রি হচ্ছে। রবিউল শপিং কমপ্লেক্স, পাবনা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। পুলিশি প্রহরের মধ্যই এই কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। নাসিমন ভবন এলাকা, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। পুলিশি প্রহরের মধ্যই এই কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। নাসিমন ভবন এলাকা, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
১৬ / ২০
পয়লা ফাল্গুনে মা-বাবার সঙ্গে বেড়াতে এসে মা এবং অন্যদের ছবি তুলে দিচ্ছে  ছোট্ট আরাধ্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
পয়লা ফাল্গুনে মা-বাবার সঙ্গে বেড়াতে এসে মা এবং অন্যদের ছবি তুলে দিচ্ছে ছোট্ট আরাধ্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
১৭ / ২০
ফাল্গুনের প্রথম দিনে বইমেলায়ও লেগেছিল বসন্তের রং। বসন্তের সাজে তরুণ-তরুণীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন, বই কিনেছেন। সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
ফাল্গুনের প্রথম দিনে বইমেলায়ও লেগেছিল বসন্তের রং। বসন্তের সাজে তরুণ-তরুণীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন, বই কিনেছেন। সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২০
বসন্তের রং রাঙাতে পারে না এই খেটে খাওয়া মানুষগুলোর জীবন। পয়লা ফাল্গুন উপলক্ষে সবাই যখন ঘুরে বেড়াতে এবং আনন্দ করতে ব্যস্ত, তখন এই ক্লান্ত শ্রমিক গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
বসন্তের রং রাঙাতে পারে না এই খেটে খাওয়া মানুষগুলোর জীবন। পয়লা ফাল্গুন উপলক্ষে সবাই যখন ঘুরে বেড়াতে এবং আনন্দ করতে ব্যস্ত, তখন এই ক্লান্ত শ্রমিক গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২০
নাচ-গানের মাধ্যমে বরণ করে নেওয়া হলো ঋতুরাজ বসন্তকে। একজন আরেকজনের কপালে লাল টিপ এঁকে দিচ্ছেন। ডিসি হিল, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
নাচ-গানের মাধ্যমে বরণ করে নেওয়া হলো ঋতুরাজ বসন্তকে। একজন আরেকজনের কপালে লাল টিপ এঁকে দিচ্ছেন। ডিসি হিল, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
২০ / ২০
পয়লা ফাল্গুনে ইচ্ছেমতো সেজেছে শিশুরা। তাদের সাজেও বসন্তের ছাপ। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
পয়লা ফাল্গুনে ইচ্ছেমতো সেজেছে শিশুরা। তাদের সাজেও বসন্তের ছাপ। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ