এক ঝলক (১৪ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২০
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের সিআরবি এলাকায় সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে সাড়া মিলেছে বেশ। চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের সিআরবি এলাকায় সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে সাড়া মিলেছে বেশ। চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
২ / ২০
ফাগুন দিনে ভালোবাসার ফুল। শাহাবাগ, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
ফাগুন দিনে ভালোবাসার ফুল। শাহাবাগ, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
৩ / ২০
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে আজ বুধবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসেছে। সেখানে বিক্রির জন্য ১০০ কেজি ওজনের বাঘাআইড় মাছটি এনেছেন লাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকছেন ১ লাখ ২০ হাজার টাকা। ছবি: সোয়েল রানা
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে আজ বুধবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসেছে। সেখানে বিক্রির জন্য ১০০ কেজি ওজনের বাঘাআইড় মাছটি এনেছেন লাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকছেন ১ লাখ ২০ হাজার টাকা। ছবি: সোয়েল রানা
৪ / ২০
পর্যটন বিষয়ক একটি প্রদর্শনীতে জাঁকালো সাজে এক নৃত্যশিল্পী। দেবতা কার্তিকের অন্য নাম সুব্রমণ্য। সেই সুব্রমাণ্যর বেশেই নৃত্য করেন তিনি। বেঙ্গালুরু, ভারত, ১৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পর্যটন বিষয়ক একটি প্রদর্শনীতে জাঁকালো সাজে এক নৃত্যশিল্পী। দেবতা কার্তিকের অন্য নাম সুব্রমণ্য। সেই সুব্রমাণ্যর বেশেই নৃত্য করেন তিনি। বেঙ্গালুরু, ভারত, ১৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৫ / ২০
ভালোবাসা প্রকাশের অন্যতম উপকরণ ফুল। তাই ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায় বিশ্ব জুড়ে। এ থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশের বাজারও। এ সময়টা বেশ ব্যস্ত সময় কাটে ফুল বাগানিদের। বরইতলী, চকরিয়া, কক্সবাজার, ১৩ ফেব্রুয়ারি। ছবি: এস এম হানিফ
ভালোবাসা প্রকাশের অন্যতম উপকরণ ফুল। তাই ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায় বিশ্ব জুড়ে। এ থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশের বাজারও। এ সময়টা বেশ ব্যস্ত সময় কাটে ফুল বাগানিদের। বরইতলী, চকরিয়া, কক্সবাজার, ১৩ ফেব্রুয়ারি। ছবি: এস এম হানিফ
৬ / ২০
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নানা রঙের বেলুন বিক্রি করছেন দোকানিরা। ম্যানিলা, ফিলিপাইন, ১৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নানা রঙের বেলুন বিক্রি করছেন দোকানিরা। ম্যানিলা, ফিলিপাইন, ১৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ২০
পায়রাগুলোকে খাবার দিচ্ছে এক শিশু। কসোভো, প্রিস্টিনা, কসোভো, ১৩ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
পায়রাগুলোকে খাবার দিচ্ছে এক শিশু। কসোভো, প্রিস্টিনা, কসোভো, ১৩ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৮ / ২০
গাছের সারির ওপাশে ডুবছে সূর্য। সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। গড়াই নদ রেনউইক বাঁধ এলাকা, কুষ্টিয়া, ১৩ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
গাছের সারির ওপাশে ডুবছে সূর্য। সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। গড়াই নদ রেনউইক বাঁধ এলাকা, কুষ্টিয়া, ১৩ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
৯ / ২০
বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার বসেছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। খেলনার পসরার মধ্যে বসে আছে এক শিশু। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার বসেছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। খেলনার পসরার মধ্যে বসে আছে এক শিশু। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১০ / ২০
শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেছে। নদীর কোমরপানিতে নেমে ঠেলাজাল দিয়ে মাছ ধরছে শিশু-কিশোরেরা। ঢোলভাঙ্গা নদী, বাঞ্ছারামপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এম মনিরুল ইসলাম
শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেছে। নদীর কোমরপানিতে নেমে ঠেলাজাল দিয়ে মাছ ধরছে শিশু-কিশোরেরা। ঢোলভাঙ্গা নদী, বাঞ্ছারামপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এম মনিরুল ইসলাম
১১ / ২০
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে বসেছে পোড়াদহ মেলা। মিষ্টির দোকানে মাছের আকৃতির মিষ্টি। একেকটি মিষ্টির ওজন ২ থেকে ১০ কেজি। এক কেজি মিষ্টির দাম ২০০ টাকা। বগুড়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে বসেছে পোড়াদহ মেলা। মিষ্টির দোকানে মাছের আকৃতির মিষ্টি। একেকটি মিষ্টির ওজন ২ থেকে ১০ কেজি। এক কেজি মিষ্টির দাম ২০০ টাকা। বগুড়া, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১২ / ২০
ক্যাকটাস কাঁটার জন্য পরিচিত হলেও ক্যাকটাসেও ফুল ধরে। পানিসারা, ঝিকরগাছা, যশোর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
ক্যাকটাস কাঁটার জন্য পরিচিত হলেও ক্যাকটাসেও ফুল ধরে। পানিসারা, ঝিকরগাছা, যশোর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ২০
বিশ্ব ভালোবাসা দিবসে বসন্তবরণের আয়োজন করেছে কুমিল্লা সরকারি কলেজ। উদ্‌যাপনের অংশ হিসেবে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
বিশ্ব ভালোবাসা দিবসে বসন্তবরণের আয়োজন করেছে কুমিল্লা সরকারি কলেজ। উদ্‌যাপনের অংশ হিসেবে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
১৪ / ২০
পাশাপাশি দুটি তিলা ঘুঘু পাখি। বিশ্ব ভালোবাসা দিবসে পাখি দুটিকে ক্যামেরাবন্দী হলো। রাজাপুর, পাবনা সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
পাশাপাশি দুটি তিলা ঘুঘু পাখি। বিশ্ব ভালোবাসা দিবসে পাখি দুটিকে ক্যামেরাবন্দী হলো। রাজাপুর, পাবনা সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
পয়োনালা সংস্কারের জন্য সড়কের ফুটপাত ভেঙে ফেলা হয়েছে। ধুলায় ঢাকা সড়কের দুই পাশে খোঁড়া হয়েছে গর্ত। হাঁটার জায়গা না পেয়ে সেই পয়োনালার গর্ত দিয়েই হাঁটছেন এক পথচারী। বনশ্রী প্রধান সড়ক, রামপুরা, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
পয়োনালা সংস্কারের জন্য সড়কের ফুটপাত ভেঙে ফেলা হয়েছে। ধুলায় ঢাকা সড়কের দুই পাশে খোঁড়া হয়েছে গর্ত। হাঁটার জায়গা না পেয়ে সেই পয়োনালার গর্ত দিয়েই হাঁটছেন এক পথচারী। বনশ্রী প্রধান সড়ক, রামপুরা, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
দ্বিতীয় দিনের মতো পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে চলছে বসন্তবরণ অনুষ্ঠান। একটি স্টলে সাজানো বিভিন্ন ধরনের পিঠা। সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
দ্বিতীয় দিনের মতো পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে চলছে বসন্তবরণ অনুষ্ঠান। একটি স্টলে সাজানো বিভিন্ন ধরনের পিঠা। সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
১৭ / ২০
বিশ্ব ভালোবাসা দিবসে ঘুরতে বের হয়ে সেলফি তুলছেন একদল তরুণী। কান্দিরপাড়, কুমিল্লা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
বিশ্ব ভালোবাসা দিবসে ঘুরতে বের হয়ে সেলফি তুলছেন একদল তরুণী। কান্দিরপাড়, কুমিল্লা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
১৮ / ২০
এখন কলার মৌসুম শুরু হয়েছে। রংপুরের বাজারে বিভিন্ন জাতের কলা আসতে শুরু করেছে। শহীদ জররেজ মার্কেট, রংপুর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
এখন কলার মৌসুম শুরু হয়েছে। রংপুরের বাজারে বিভিন্ন জাতের কলা আসতে শুরু করেছে। শহীদ জররেজ মার্কেট, রংপুর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
মা ঘোড়ার দুধ খাচ্ছে ঘোড়াশাবক। ঘোড়ার দুধ খাওয়ার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। চরটেপুরা কান্দি, ফরিদপুর সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
মা ঘোড়ার দুধ খাচ্ছে ঘোড়াশাবক। ঘোড়ার দুধ খাওয়ার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। চরটেপুরা কান্দি, ফরিদপুর সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
২০ / ২০
বিশ্ব ভালোবাসা দিবসে বেড়াতে বেরিয়ে ছিলেন তিনজন। তাঁরা আকাশ উড়িয়ে দেন রঙিন বেলুন। বাইতুল-আমান রাজেন্দ্র কলেজ চত্বর, ফরিদপুর সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
বিশ্ব ভালোবাসা দিবসে বেড়াতে বেরিয়ে ছিলেন তিনজন। তাঁরা আকাশ উড়িয়ে দেন রঙিন বেলুন। বাইতুল-আমান রাজেন্দ্র কলেজ চত্বর, ফরিদপুর সদর, ১৪ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান