এক ঝলক (১৭ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২০
বইমেলায় এক শিশু৷ শনিবার সকালে শিশুদের জন্য ছিল শিশুপ্রহর। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
বইমেলায় এক শিশু৷ শনিবার সকালে শিশুদের জন্য ছিল শিশুপ্রহর। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২ / ২০
পাতা ঝরা গাছের শুকনো ডালে বসে আছে দুটি শালিক। বসন্ত এসেছে, কিছুদিন পরই নতুন পাতা ও ফুলে ভরে উঠবে গাছটি। লাক্কাতুরা, সিলেট, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
পাতা ঝরা গাছের শুকনো ডালে বসে আছে দুটি শালিক। বসন্ত এসেছে, কিছুদিন পরই নতুন পাতা ও ফুলে ভরে উঠবে গাছটি। লাক্কাতুরা, সিলেট, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
খাবারের সন্ধানে এদিক-সেদিক ওড়াউড়ি করছে একটি চিল। থাকার জায়গা ও খাবারের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে চিল। বদরপুর, ফরিদপুর সদর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
খাবারের সন্ধানে এদিক-সেদিক ওড়াউড়ি করছে একটি চিল। থাকার জায়গা ও খাবারের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে চিল। বদরপুর, ফরিদপুর সদর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
৪ / ২০
হয়তো কীট-পতঙ্গ ধরার জন্যই ফিঙে পাখিটির অপেক্ষা। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
হয়তো কীট-পতঙ্গ ধরার জন্যই ফিঙে পাখিটির অপেক্ষা। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
কয়েকদিন বাদেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে সামনে রেখে খুলনায় প্রস্তুতির শুরু হয়ে গেছে। ধোয়া-মোছা ও রঙ করা হচ্ছে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
কয়েকদিন বাদেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে সামনে রেখে খুলনায় প্রস্তুতির শুরু হয়ে গেছে। ধোয়া-মোছা ও রঙ করা হচ্ছে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
বসন্ত উৎসব উপলক্ষে হেবেই প্রদেশ থেকে আসা নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
বসন্ত উৎসব উপলক্ষে হেবেই প্রদেশ থেকে আসা নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ২০
দক্ষিণ কোরিয়ার পিয়ংচেংয়ে বসেছে ২০১৮ শীতকালীন অলিম্পিকের আসর। ফ্রিস্টাইল স্কিইংয়ে সুইজারল্যান্ডের এক প্রতিযোগী। পিয়ংচেং, দক্ষিণ কোরিয়া, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার পিয়ংচেংয়ে বসেছে ২০১৮ শীতকালীন অলিম্পিকের আসর। ফ্রিস্টাইল স্কিইংয়ে সুইজারল্যান্ডের এক প্রতিযোগী। পিয়ংচেং, দক্ষিণ কোরিয়া, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ২০
খাল-বিলের পানি শুকিয়েছে। খালের অল্প পানিতে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। বাদাঘাট, সিলেট সদর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
খাল-বিলের পানি শুকিয়েছে। খালের অল্প পানিতে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। বাদাঘাট, সিলেট সদর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
বাঁশ দিয়ে বিশেষ আকৃতির ঝুড়ি তৈরি করেন স্বপন দাস। একটি বাঁশ দিয়ে ৫ থেকে ৬টি ঝুড়ি তৈরি করা যায়। জমিতে সেচের সময় পাইপের মুখে বসানো হয় এই ঝুড়ি। এতে করে মাছ আটকে যায় ঝুড়িতে। একটি ঝুড়ির দাম ১০০ টাকা। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বাঁশ দিয়ে বিশেষ আকৃতির ঝুড়ি তৈরি করেন স্বপন দাস। একটি বাঁশ দিয়ে ৫ থেকে ৬টি ঝুড়ি তৈরি করা যায়। জমিতে সেচের সময় পাইপের মুখে বসানো হয় এই ঝুড়ি। এতে করে মাছ আটকে যায় ঝুড়িতে। একটি ঝুড়ির দাম ১০০ টাকা। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ৪০টি দোকান ও ঘর। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ী প্রদীপ। চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ৪০টি দোকান ও ঘর। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ী প্রদীপ। চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
১১ / ২০
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিদ্যুতের খুঁটিতে চড়ে লাইন মেরামত করছেন তিনি।  আগারগাঁও, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিদ্যুতের খুঁটিতে চড়ে লাইন মেরামত করছেন তিনি। আগারগাঁও, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
১২ / ২০
ধনিয়া ফুল ফুটতে শুরু করেছে। কিছুদিন পর খেত থেকে মিলবে ধনিয়ার বীজ। ফুলে বসেছে মৌমাছি। বিন্নাটি, কিশোরগঞ্জ সদর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
ধনিয়া ফুল ফুটতে শুরু করেছে। কিছুদিন পর খেত থেকে মিলবে ধনিয়ার বীজ। ফুলে বসেছে মৌমাছি। বিন্নাটি, কিশোরগঞ্জ সদর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২০
নিজেদের খেত থেকে মটরশুঁটি তুলছেন বগুড়ার আবদুল গোফফার ও সাহেবা বেগম দম্পতি। এবার এই দম্পতি ১৩ শতাংশ জমিতে মটরশুঁটির চাষ করেছিলেন। প্রতি ৫ কেজি টরশুঁটির দাম ১৫০ টাকা। তেলিহারা, বগুড়া সদর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
নিজেদের খেত থেকে মটরশুঁটি তুলছেন বগুড়ার আবদুল গোফফার ও সাহেবা বেগম দম্পতি। এবার এই দম্পতি ১৩ শতাংশ জমিতে মটরশুঁটির চাষ করেছিলেন। প্রতি ৫ কেজি টরশুঁটির দাম ১৫০ টাকা। তেলিহারা, বগুড়া সদর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৪ / ২০
চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি স্কুলের দেয়ালে করা হয়েছে এই টেরাকোটা ম্যুরাল। ম্যুরালে বাংলাদেশের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছ। জামালখান চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি স্কুলের দেয়ালে করা হয়েছে এই টেরাকোটা ম্যুরাল। ম্যুরালে বাংলাদেশের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছ। জামালখান চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
১৫ / ২০
বসন্ত এসে গেছে। এখন ঝলমলে রোদ। রোদে সেমাই শুকাতে দিচ্ছেন এক শ্রমিক। সারাই, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বসন্ত এসে গেছে। এখন ঝলমলে রোদ। রোদে সেমাই শুকাতে দিচ্ছেন এক শ্রমিক। সারাই, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
বোরোখেতের আগাছা পরিষ্কার করছেন একদল নারী শ্রমিক। বোরো বোনা শেষ, এখন শুধু পরিচর্যা করে হবে। কালীগঞ্জ, পীরগাছা, রংপুর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বোরোখেতের আগাছা পরিষ্কার করছেন একদল নারী শ্রমিক। বোরো বোনা শেষ, এখন শুধু পরিচর্যা করে হবে। কালীগঞ্জ, পীরগাছা, রংপুর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান খাগড়াছড়ির গিরিস্বর্ণা। নৈসর্গিত সৌন্দর্যমণ্ডিত এই এলাকা ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। পাহাড়ি কৃষিগবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১৭ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান খাগড়াছড়ির গিরিস্বর্ণা। নৈসর্গিত সৌন্দর্যমণ্ডিত এই এলাকা ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। পাহাড়ি কৃষিগবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১৭ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৮ / ২০
কুর্দি সমর্থক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। অন্যদের মতো তিনিও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওজালানের কারামুক্তি চান। স্ট্রাসবার্গ, ফ্রান্স, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
কুর্দি সমর্থক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। অন্যদের মতো তিনিও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওজালানের কারামুক্তি চান। স্ট্রাসবার্গ, ফ্রান্স, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৯ / ২০
ব্রাহ্মপুত্র নদী দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন জেলেরা। সারাদিনে যে মাছগুলো ধরা হয়েছে, সেগুলোই বিক্রি করতে যাচ্ছেন তাঁরা। গুয়াহাটি, আসাম, ভারত, ১৭ ফ্রেব্রুয়ারি। ছবি: এএফপি
ব্রাহ্মপুত্র নদী দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন জেলেরা। সারাদিনে যে মাছগুলো ধরা হয়েছে, সেগুলোই বিক্রি করতে যাচ্ছেন তাঁরা। গুয়াহাটি, আসাম, ভারত, ১৭ ফ্রেব্রুয়ারি। ছবি: এএফপি
২০ / ২০
নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে গাছে ঝোলানো লাল লাল লন্ঠনবাতি ছুঁয়ে দেখছে এক শিশু। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে গাছে ঝোলানো লাল লাল লন্ঠনবাতি ছুঁয়ে দেখছে এক শিশু। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি