এক ঝলক (১০ মার্চ ২০১৮)

১ / ২০
মসুরগাছ শুকানোর পর মাড়াই করে মসুর দানা বের করা হবে। পাবনায় প্রতি মণ মসুর ডালের পাইকারি দাম ২০০০ থেকে ২৪০০ টাকা। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
মসুরগাছ শুকানোর পর মাড়াই করে মসুর দানা বের করা হবে। পাবনায় প্রতি মণ মসুর ডালের পাইকারি দাম ২০০০ থেকে ২৪০০ টাকা। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২ / ২০
ভরা বসন্তে মাদারগাছে টুকটুকে ফুল। সে ফুলের মধু খুঁজছে পাখি। কুলবাড়িয়া, মেহেরপুর, ১০ মার্চ ২০১৮। ছবি: আবু সাঈদ
ভরা বসন্তে মাদারগাছে টুকটুকে ফুল। সে ফুলের মধু খুঁজছে পাখি। কুলবাড়িয়া, মেহেরপুর, ১০ মার্চ ২০১৮। ছবি: আবু সাঈদ
৩ / ২০
গাছভরা লাল শিমুল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়গঞ্জ উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ। ১০ মার্চ, ২০১৮। ছবি: সাজেদুল আলম
গাছভরা লাল শিমুল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়গঞ্জ উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ। ১০ মার্চ, ২০১৮। ছবি: সাজেদুল আলম
৪ / ২০
হাতের তালুতে ঘুরছে লাটিম। দেশের গ্রামগুলোয় শিশুরা এখনো লাটিম নিয়ে খেলে। যদিও বিদেশি খেলনার দাপটে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই খেলনা। পাঁচ নম্বর রুজবেল্ট ঘাট এলাকা, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
হাতের তালুতে ঘুরছে লাটিম। দেশের গ্রামগুলোয় শিশুরা এখনো লাটিম নিয়ে খেলে। যদিও বিদেশি খেলনার দাপটে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই খেলনা। পাঁচ নম্বর রুজবেল্ট ঘাট এলাকা, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
পাহাড়ের প্রজাপতি বলেই হয়তো সাধারণ প্রজাপতির চেয়ে এর রং ব্যতিক্রমধর্মী। এমন আকর্ষণীয় রঙের প্রজাপতি পাহাড়ে বিরল নয়। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ের প্রজাপতি বলেই হয়তো সাধারণ প্রজাপতির চেয়ে এর রং ব্যতিক্রমধর্মী। এমন আকর্ষণীয় রঙের প্রজাপতি পাহাড়ে বিরল নয়। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
বেলা বেড়েছে, বেড়েছে গরম। গাছের ছায়ায় বসে ঘাস খাচ্ছে রাজহাঁসের ছানাটি। গল্লামারী, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
বেলা বেড়েছে, বেড়েছে গরম। গাছের ছায়ায় বসে ঘাস খাচ্ছে রাজহাঁসের ছানাটি। গল্লামারী, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
বৈদ্যুতিক তারে বসে আছে দোয়েল। আজকাল দোয়েল খুব বেশি আর দেখা যায় না। ঘাষিড়া ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
বৈদ্যুতিক তারে বসে আছে দোয়েল। আজকাল দোয়েল খুব বেশি আর দেখা যায় না। ঘাষিড়া ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
৮ / ২০
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন মহড়ার আয়োজন করে। মহড়ার অংশ হিসেবে আগুনে আটকে পড়া একজনকে উদ্ধার করছেন আগুন নিরোধক পোশাক পরা ফায়ার সার্ভিসের এক কর্মী। রংপুর জিলা স্কুল মাঠ, রংপুর, ১০ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন মহড়ার আয়োজন করে। মহড়ার অংশ হিসেবে আগুনে আটকে পড়া একজনকে উদ্ধার করছেন আগুন নিরোধক পোশাক পরা ফায়ার সার্ভিসের এক কর্মী। রংপুর জিলা স্কুল মাঠ, রংপুর, ১০ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
ফরিদপুরের কুমার নদে সাঁতার কাটছে একদল হাঁস। সাঁতার কাটতে কাটতে হাঁসগুলো খুঁজে নিচ্ছে খাবার। উত্তর আলীপুর, ফরিদপুর সদর, ৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরের কুমার নদে সাঁতার কাটছে একদল হাঁস। সাঁতার কাটতে কাটতে হাঁসগুলো খুঁজে নিচ্ছে খাবার। উত্তর আলীপুর, ফরিদপুর সদর, ৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
শিমুল ফুলের মধুর টানে ছোটে নানা প্রজাতির পাখি ও কীটপতঙ্গ। এসেছে শালিকটিও। পরিবার পরিকল্পনা কার্যালয় এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
শিমুল ফুলের মধুর টানে ছোটে নানা প্রজাতির পাখি ও কীটপতঙ্গ। এসেছে শালিকটিও। পরিবার পরিকল্পনা কার্যালয় এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
১১ / ২০
চট্টগ্রামে সড়কের পাশের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বরেণ্য ব্যক্তিত্বদের প্রতিকৃতি। জামালখান ওয়ার্ড কার্যালয়ের উদ্যোগে ২০ জনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সেন্ট মেরিস স্কুল এলাকা, চট্টগ্রাম, ১০ মার্চ। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামে সড়কের পাশের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বরেণ্য ব্যক্তিত্বদের প্রতিকৃতি। জামালখান ওয়ার্ড কার্যালয়ের উদ্যোগে ২০ জনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সেন্ট মেরিস স্কুল এলাকা, চট্টগ্রাম, ১০ মার্চ। ছবি: সৌরভ দাশ
১২ / ২০
ধানখেতে কীটপতঙ্গের খোঁজে কয়েকটি বক। কালাগুল এলাকা, সিলেট সদর, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
ধানখেতে কীটপতঙ্গের খোঁজে কয়েকটি বক। কালাগুল এলাকা, সিলেট সদর, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৪৫ বছর পর দেখা হয়েছে ১৯৬৭ ব্যাচের দুই বান্ধবীর। স্মৃতি ধরে রাখতে এই সেলফি। বাঁশেরবাদা, ঈশ্বরদী, পাবনা, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৪৫ বছর পর দেখা হয়েছে ১৯৬৭ ব্যাচের দুই বান্ধবীর। স্মৃতি ধরে রাখতে এই সেলফি। বাঁশেরবাদা, ঈশ্বরদী, পাবনা, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
গরমে বাড়ে আনারসের চাহিদা। তীব্র গরমে স্বস্তি দেয় এই রসাল ফল। কুমিল্লার পথে পথে বিক্রি হচ্ছে পাহাড়ি আনারস। পৌর মার্কেট এলাকা, লাকসাম রোড, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
গরমে বাড়ে আনারসের চাহিদা। তীব্র গরমে স্বস্তি দেয় এই রসাল ফল। কুমিল্লার পথে পথে বিক্রি হচ্ছে পাহাড়ি আনারস। পৌর মার্কেট এলাকা, লাকসাম রোড, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
১৫ / ২০
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরিশালের সার্কিট হাউস প্রাঙ্গণে দুর্যোগ প্রস্তুতি মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়া দেখছে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল, ১০ মার্চ। ছবি: সাইয়ান
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরিশালের সার্কিট হাউস প্রাঙ্গণে দুর্যোগ প্রস্তুতি মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়া দেখছে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল, ১০ মার্চ। ছবি: সাইয়ান
১৬ / ২০
বসন্ত আসায় যেন প্রাণ ফিরে পেয়েছে গাছপালা। গাছে গাছে গজিয়েছে নতুন পাতা। চৌকিদেখী, সিলেট, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
বসন্ত আসায় যেন প্রাণ ফিরে পেয়েছে গাছপালা। গাছে গাছে গজিয়েছে নতুন পাতা। চৌকিদেখী, সিলেট, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
লিচুর মুকুলে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। কোটবাড়ী এলাকা, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
লিচুর মুকুলে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। কোটবাড়ী এলাকা, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
১৮ / ২০
‘শেকড়ের টানে, প্রিয় প্রাঙ্গণে’ স্লোগান নিয়ে পালিত হচ্ছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫০ বর্ষপূর্তি উৎসব। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শহীদ খোকন পৌর শিশু উদ্যান এলাকা, বগুড়া, ১০ মার্চ। ছবি: সোয়েল রানা
‘শেকড়ের টানে, প্রিয় প্রাঙ্গণে’ স্লোগান নিয়ে পালিত হচ্ছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫০ বর্ষপূর্তি উৎসব। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শহীদ খোকন পৌর শিশু উদ্যান এলাকা, বগুড়া, ১০ মার্চ। ছবি: সোয়েল রানা
১৯ / ২০
ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে এক কিশোর। এই ঘোড়ার ওপরই নির্ভর করে তার জীবিকা। লাক্কাতুরা চা-বাগান এলাকা, সিলেট, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে এক কিশোর। এই ঘোড়ার ওপরই নির্ভর করে তার জীবিকা। লাক্কাতুরা চা-বাগান এলাকা, সিলেট, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
যৌন নিপীড়নের প্রতিবাদে শনিবার মানববন্ধনের আয়োজন করে বিতার্কিক সমাজ নামের একটি সংগঠন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার। শাহবাগ, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
যৌন নিপীড়নের প্রতিবাদে শনিবার মানববন্ধনের আয়োজন করে বিতার্কিক সমাজ নামের একটি সংগঠন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার। শাহবাগ, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার