এক ঝলক (১৬ মার্চ ২০১৮)

১ / ১৮
গরম পড়তে শুরু করেছে। গরমের অস্বস্তিতে কিছুটা হলেও স্বস্তি দেবে রসালো তরমুজ। ফেনী থেকে তরমুজ আসছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। তরমুজের স্তূপে শুয়ে আছে এক শিশু। ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম, ১৬ মার্চ। ছবি: জুয়েল শীল
গরম পড়তে শুরু করেছে। গরমের অস্বস্তিতে কিছুটা হলেও স্বস্তি দেবে রসালো তরমুজ। ফেনী থেকে তরমুজ আসছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। তরমুজের স্তূপে শুয়ে আছে এক শিশু। ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম, ১৬ মার্চ। ছবি: জুয়েল শীল
২ / ১৮
ব্যাগের মধ্যেই ঘুমিয়ে পড়েছে শিশুটি। সিরিয়ার পূর্ব গৌতায় চলমান যুদ্ধের কারণে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে হাজারো মানুষ। গৌতা, সিরিয়া, ১৫ মার্চ। ছবি: রয়টার্স
ব্যাগের মধ্যেই ঘুমিয়ে পড়েছে শিশুটি। সিরিয়ার পূর্ব গৌতায় চলমান যুদ্ধের কারণে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে হাজারো মানুষ। গৌতা, সিরিয়া, ১৫ মার্চ। ছবি: রয়টার্স
৩ / ১৮
ফুটেছে লাল পাথরকুচি ফুল। পাথরকুচির সংস্কৃত নাম পাষাণভেদ। গ্রিনরোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
ফুটেছে লাল পাথরকুচি ফুল। পাথরকুচির সংস্কৃত নাম পাষাণভেদ। গ্রিনরোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
৪ / ১৮
সবুজ কচি পাতায় ভরা গাছের ওপর ডানা মেলেছে উদাসী চিল। কালীঘাট, সিলেট, শুক্রবার। ছবি: আনিস মাহমুদ
সবুজ কচি পাতায় ভরা গাছের ওপর ডানা মেলেছে উদাসী চিল। কালীঘাট, সিলেট, শুক্রবার। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
ফ্রান্সের লিওনে ডাইনোসরের এই কঙ্কালটি প্রদর্শিত হচ্ছে। এটিকে নিলামে তুলতে যাচ্ছে একটি নিলাম প্রতিষ্ঠান। লিওন, ফ্রান্স, ১৫ মার্চ। ছবি: রয়টার্স
ফ্রান্সের লিওনে ডাইনোসরের এই কঙ্কালটি প্রদর্শিত হচ্ছে। এটিকে নিলামে তুলতে যাচ্ছে একটি নিলাম প্রতিষ্ঠান। লিওন, ফ্রান্স, ১৫ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ১৮
বাগান বিলাস ফুলে ছেয়ে গেছে গাছ। পৃথিবীতে ৪ থেকে ১৮ প্রজাতির বাগান বিলাস রয়েছে। বাড়ির সৌন্দর্য বর্ধনে ব্যাপকভাবে এই গাছের ব্যবহার হয়। টেবুনিয়া এলাকা, পাবনা সদর, ১৫ মার্চ। ছবি: হাসান মাহমুদ
বাগান বিলাস ফুলে ছেয়ে গেছে গাছ। পৃথিবীতে ৪ থেকে ১৮ প্রজাতির বাগান বিলাস রয়েছে। বাড়ির সৌন্দর্য বর্ধনে ব্যাপকভাবে এই গাছের ব্যবহার হয়। টেবুনিয়া এলাকা, পাবনা সদর, ১৫ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৭ / ১৮
ডালিয়া শীতকালীন ফুল। তবে কিছু কিছু জায়গায় ফাল্গুনেও এই ফুল ফুটতে দেখা যায়। স্টেশন সড়ক, বগুড়া, সাম্প্রতিক ছবি। ছবি: সোয়েল রানা
ডালিয়া শীতকালীন ফুল। তবে কিছু কিছু জায়গায় ফাল্গুনেও এই ফুল ফুটতে দেখা যায়। স্টেশন সড়ক, বগুড়া, সাম্প্রতিক ছবি। ছবি: সোয়েল রানা
৮ / ১৮
নকশিকাঁথা, শাড়িসহ পোশাক অলংকরণে যশোরের সুচিশিল্পের সুনাম দেশজুড়ে। এই চর্চা ও গৌরব চলমান রাখা এই শিল্পের আরও গবেষণা ও বিকাশের লক্ষ্যে চারুপীঠ ও ফোঁড়ের উদ্যোগে এবং কপোতাক্ষ জাপানের সহযোগিতায় পঞ্চমবারের মতো সুচিশিল্প প্রতিযোগিতা হলো। ৪০ জনের মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়। যশোর, শুক্রবার। ছবি: এহসান-উদ-দৌলা
নকশিকাঁথা, শাড়িসহ পোশাক অলংকরণে যশোরের সুচিশিল্পের সুনাম দেশজুড়ে। এই চর্চা ও গৌরব চলমান রাখা এই শিল্পের আরও গবেষণা ও বিকাশের লক্ষ্যে চারুপীঠ ও ফোঁড়ের উদ্যোগে এবং কপোতাক্ষ জাপানের সহযোগিতায় পঞ্চমবারের মতো সুচিশিল্প প্রতিযোগিতা হলো। ৪০ জনের মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়। যশোর, শুক্রবার। ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ১৮
ছেঁড়া জাল মেরামতে ব্যস্ত দুই মৎস্যজীবী। টুকেরবাজার, সিলেট সদর, শুক্রবার। ছবি: আনিস মাহমুদ
ছেঁড়া জাল মেরামতে ব্যস্ত দুই মৎস্যজীবী। টুকেরবাজার, সিলেট সদর, শুক্রবার। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
মুকুল থেকে আমের গুটি বের হওয়া শুরু হয়েছে। কিছু গুটি আম ঝরে যাবে, বড় হবে কিছু আম। সেউজগাড়ী এলাকা, বগুড়া, ১৬ মার্চ। ছবি: সোয়েল রানা
মুকুল থেকে আমের গুটি বের হওয়া শুরু হয়েছে। কিছু গুটি আম ঝরে যাবে, বড় হবে কিছু আম। সেউজগাড়ী এলাকা, বগুড়া, ১৬ মার্চ। ছবি: সোয়েল রানা
১১ / ১৮
চট্টগ্রামে আয়োজিত স্বাধীনতা মেলার একটি স্টলে বিভিন্ন ফলের আকৃতির মাটির খেলনা। শহরের শিশুরা আর এমন খেলনা দিয়ে খেলে না। আবুতোরাব উচ্চবিদ্যালয়, মিরসরাই, ১৬ মার্চ। মাঠে থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
চট্টগ্রামে আয়োজিত স্বাধীনতা মেলার একটি স্টলে বিভিন্ন ফলের আকৃতির মাটির খেলনা। শহরের শিশুরা আর এমন খেলনা দিয়ে খেলে না। আবুতোরাব উচ্চবিদ্যালয়, মিরসরাই, ১৬ মার্চ। মাঠে থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
১২ / ১৮
শিমুল ফুলের মধুর টানে এসেছে কাঠশালিক। ফুল থেকে ফুলে ছুটে বেড়াচ্ছে পাখিটি। রংপুর এলাকা, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
শিমুল ফুলের মধুর টানে এসেছে কাঠশালিক। ফুল থেকে ফুলে ছুটে বেড়াচ্ছে পাখিটি। রংপুর এলাকা, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
দূর পাহাড়ি এলাকা থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটিতে পাহাড়ি নারীদের জীবনসংগ্রামের চিত্র ফুটে উঠেছে। সাক্রাছড়া, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
দূর পাহাড়ি এলাকা থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটিতে পাহাড়ি নারীদের জীবনসংগ্রামের চিত্র ফুটে উঠেছে। সাক্রাছড়া, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৮
খালে মাছ ধরতে বসেছেন দুই গৃহিণী। ঘরের কাজ গুছিয়ে গ্রামের অনেক গৃহিণী বড়শি হাতে মাছ ধরে থাকেন। রংপুর এলাকা, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
খালে মাছ ধরতে বসেছেন দুই গৃহিণী। ঘরের কাজ গুছিয়ে গ্রামের অনেক গৃহিণী বড়শি হাতে মাছ ধরে থাকেন। রংপুর এলাকা, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ফরিদপুরের কাজল শেখ। নিজের খেতে কাজ করছেন তিনি। পশ্চিম আমিরাবাদ, ফরিদপুর সদর, ১৬ মার্চ। ছবি: আলীমুজ্জামান
দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ফরিদপুরের কাজল শেখ। নিজের খেতে কাজ করছেন তিনি। পশ্চিম আমিরাবাদ, ফরিদপুর সদর, ১৬ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
কাপ্তাই হ্রদের পানি কমায় হ্রদের সঙ্গে সংযুক্ত নালাগুলোতে আটকে পড়েছে বোয়াল, গজার, শোল, আইড়, বাউস, দেশি মাগুর, শিংসহ নানা মাছ। বোয়াল পেয়ে খুশি একজন। রাঙ্গাপানি, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদের পানি কমায় হ্রদের সঙ্গে সংযুক্ত নালাগুলোতে আটকে পড়েছে বোয়াল, গজার, শোল, আইড়, বাউস, দেশি মাগুর, শিংসহ নানা মাছ। বোয়াল পেয়ে খুশি একজন। রাঙ্গাপানি, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
প্রথম জাতীয় যুব গেমস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে প্রতীকী নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকায় নারী অংশগ্রহণকারীরা। ঢাকা, ১৬ মার্চ। ছবি: ছবি: তানভীর আহাম্মেদ
প্রথম জাতীয় যুব গেমস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে প্রতীকী নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকায় নারী অংশগ্রহণকারীরা। ঢাকা, ১৬ মার্চ। ছবি: ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ১৮
প্রথম জাতীয় যুব গেমসের সমাপনী দিনে নৃত্য পরিবেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, ১৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
প্রথম জাতীয় যুব গেমসের সমাপনী দিনে নৃত্য পরিবেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, ১৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ