এক ঝলক (২১ মার্চ ২০১৮)

১ / ২০
বুনোফুল বেয়ে বেড়াচ্ছে একটি লাক পতঙ্গ। মূলগ্রাম, চাটমোহর, পাবনা, ২১ মার্চ। ছবি: হাসান মাহমুদ
বুনোফুল বেয়ে বেড়াচ্ছে একটি লাক পতঙ্গ। মূলগ্রাম, চাটমোহর, পাবনা, ২১ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২ / ২০
কর্ণফুলী নদীতে পর্যটকদের নৌভ্রমণ। রাঙামাটির কাপ্তাই বাঁধের নিচ থেকে প্রবাহিত হয়ে নদীটি চট্টগ্রাম অংশের কর্ণফুলীর মোহনা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। কর্ণফুলী, কাপ্তাই, রাঙামাটি, ২০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
কর্ণফুলী নদীতে পর্যটকদের নৌভ্রমণ। রাঙামাটির কাপ্তাই বাঁধের নিচ থেকে প্রবাহিত হয়ে নদীটি চট্টগ্রাম অংশের কর্ণফুলীর মোহনা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। কর্ণফুলী, কাপ্তাই, রাঙামাটি, ২০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
দ্য রয়াল একাডেমি অব আর্টসে নতুন বার্লিংটন উইংয়ের উদ্বোধন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। উদ্বোধনের পর গ্যালারির সংগ্রহ দেখছেন তিনি। লন্ডন, যুক্তরাজ্য, ২০ মার্চ। ছবি: রয়টার্স
দ্য রয়াল একাডেমি অব আর্টসে নতুন বার্লিংটন উইংয়ের উদ্বোধন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। উদ্বোধনের পর গ্যালারির সংগ্রহ দেখছেন তিনি। লন্ডন, যুক্তরাজ্য, ২০ মার্চ। ছবি: রয়টার্স
৪ / ২০
খালের দূষিত পানিতে সাঁতার কাটছে এক শিশু। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ মার্চ। ছবি: রয়টার্স
খালের দূষিত পানিতে সাঁতার কাটছে এক শিশু। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ মার্চ। ছবি: রয়টার্স
৫ / ২০
তুষারপাতের মধ্যেই হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। বার্লিন, জার্মানি, ২০ মার্চ। ছবি: রয়টার্স
তুষারপাতের মধ্যেই হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। বার্লিন, জার্মানি, ২০ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ২০
ফ্রান্সের মিউজিয়াম অব একুইটেইনে ফরাসি লেখক মিশেল দে মন্টেগেইনের (১৫৩৩-১৫৯২) স্মৃতিস্তম্ভ প্রদর্শিত হচ্ছে। ফ্রান্স, ২০ মার্চ। ছবি: এএফপি
ফ্রান্সের মিউজিয়াম অব একুইটেইনে ফরাসি লেখক মিশেল দে মন্টেগেইনের (১৫৩৩-১৫৯২) স্মৃতিস্তম্ভ প্রদর্শিত হচ্ছে। ফ্রান্স, ২০ মার্চ। ছবি: এএফপি
৭ / ২০
ক্যাকটাসের পুরু পাতা। রুক্ষ, রংহীন এই ক্যাকটাসেও ফুল ফোটে। ক্রিসেন্ট রোড, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
ক্যাকটাসের পুরু পাতা। রুক্ষ, রংহীন এই ক্যাকটাসেও ফুল ফোটে। ক্রিসেন্ট রোড, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
৮ / ২০
বিদ্যুতের তারে কয়েকটি পায়রা। নাজিরশংকরপুরের চাতাল মোড়, যশোর, ২১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
বিদ্যুতের তারে কয়েকটি পায়রা। নাজিরশংকরপুরের চাতাল মোড়, যশোর, ২১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ২০
পাকা বটফলের খোঁজে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে পাখিটি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ছবি: সোয়েল রানা
পাকা বটফলের খোঁজে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে পাখিটি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ছবি: সোয়েল রানা
১০ / ২০
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা-বাগানে শ্রমিক নির্যাতনে সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চা-শ্রমিক ফেডারেশন। পরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কোর্টপয়েন্ট এলাকা, সিলেট, ২১ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা-বাগানে শ্রমিক নির্যাতনে সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চা-শ্রমিক ফেডারেশন। পরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কোর্টপয়েন্ট এলাকা, সিলেট, ২১ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
যানবাহনে লাগানো মাইক। সেই মাইকে উচ্চ স্বরে বাজছে গান। লাউয়াছড়ার ভেতর দিয়ে চলাচলকারী এসব যানবাহনের মাইকের উচ্চ শব্দে নষ্ট হয় অরণ্যের পরিবেশ। জানকীছড়া, লাউয়াছড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সাম্প্রতিক ছবি। ছবি: শিমুল তরফদার
যানবাহনে লাগানো মাইক। সেই মাইকে উচ্চ স্বরে বাজছে গান। লাউয়াছড়ার ভেতর দিয়ে চলাচলকারী এসব যানবাহনের মাইকের উচ্চ শব্দে নষ্ট হয় অরণ্যের পরিবেশ। জানকীছড়া, লাউয়াছড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সাম্প্রতিক ছবি। ছবি: শিমুল তরফদার
১২ / ২০
চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানির জন্য একটিমাত্র টিউবওয়েলের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে পানির জন্য স্থানীয় ব্যক্তিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। হাতিয়া কলোনি, পুলের গোড়া এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানির জন্য একটিমাত্র টিউবওয়েলের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে পানির জন্য স্থানীয় ব্যক্তিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। হাতিয়া কলোনি, পুলের গোড়া এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: জুয়েল শীল
১৩ / ২০
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে উদ্বোধন করা হয়েছে ৪৭তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য ও কসরত পরিবেশন করে শিক্ষার্থীরা। বরিশাল, ২১ মার্চ। ছবি: প্রথম আলো
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে উদ্বোধন করা হয়েছে ৪৭তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য ও কসরত পরিবেশন করে শিক্ষার্থীরা। বরিশাল, ২১ মার্চ। ছবি: প্রথম আলো
১৪ / ২০
চৈত্রের অসহনীয় প্রখর রোদ। ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন এক কৃষক। মোবারকদী, বোয়ালমারী, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
চৈত্রের অসহনীয় প্রখর রোদ। ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন এক কৃষক। মোবারকদী, বোয়ালমারী, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৫ / ২০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকা। এখানে একসময় প্রবহমান ছিল পদ্মা। বর্তমানে শুকিয়ে গেছে পদ্মার এ অংশটি। পানির অভাবে ফসলের মাঠও ফেটে চৌচির। রাজবাড়ী, ২১ মার্চ। ছবি: এম রাশেদুল হক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকা। এখানে একসময় প্রবহমান ছিল পদ্মা। বর্তমানে শুকিয়ে গেছে পদ্মার এ অংশটি। পানির অভাবে ফসলের মাঠও ফেটে চৌচির। রাজবাড়ী, ২১ মার্চ। ছবি: এম রাশেদুল হক
১৬ / ২০
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে আসা কর্মীরা বিভিন্ন ধরনের নৌকা নিয়ে আসেন। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে আসা কর্মীরা বিভিন্ন ধরনের নৌকা নিয়ে আসেন। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: সৌরভ দাশ
১৭ / ২০
চাঁদপুর শহর-সংলগ্ন মেঘনা মোহনায় জেগে উঠেছে বিশাল একটি নতুন বালুর চর। যা হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। চাঁদপুরের ছাড়াও প্রতিদিন শত শত মানুষ দূরদূরান্ত থেকে এখানে বেড়াতে আসছে। এখন এটি মোহনার চর নামে অনেকেই চেনেন। ছবি: আলম পলাশ
চাঁদপুর শহর-সংলগ্ন মেঘনা মোহনায় জেগে উঠেছে বিশাল একটি নতুন বালুর চর। যা হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। চাঁদপুরের ছাড়াও প্রতিদিন শত শত মানুষ দূরদূরান্ত থেকে এখানে বেড়াতে আসছে। এখন এটি মোহনার চর নামে অনেকেই চেনেন। ছবি: আলম পলাশ
১৮ / ২০
বসে আছে ফড়িং। চানপুর এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ মার্চ। ছবি: এমদাদুল হক
বসে আছে ফড়িং। চানপুর এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ মার্চ। ছবি: এমদাদুল হক
১৯ / ২০
চৈত্রের এই সময়ে খাল-বিলে পানি কমে। মাছ পাওয়া যায় ভালো। তাই কচুরির নিচে লুকিয়ে থাকা মাছ ধরতে ব্যস্ত এক জেলে। বিভাগদি এলাকা, সালথা উপজেলা, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
চৈত্রের এই সময়ে খাল-বিলে পানি কমে। মাছ পাওয়া যায় ভালো। তাই কচুরির নিচে লুকিয়ে থাকা মাছ ধরতে ব্যস্ত এক জেলে। বিভাগদি এলাকা, সালথা উপজেলা, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
২০ / ২০
প্লাস্টিকের ব্যবহার নেই কোথায়? কারণে অকারণে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। দিনবদলের সঙ্গে সঙ্গে হানা দিয়েছে প্লাস্টিক। বিন্নার ফুলের ঝাড়ু তৈরি হতো। কিন্তু এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের ঝাড়ু। বিক্রেতা মাসুদ রানা জানালেন, প্রকারভেদে ঝাড়ু বিক্রি হয় ৬০ থেকে ১০০ টাকায়। ঝাড়ু বিক্রি করে দৈনিক তাঁর আয় হয় ৮০০ থেকে ১০০০ টাকা। নাহজরশংকরপুর, যশোর শহর, ২১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
প্লাস্টিকের ব্যবহার নেই কোথায়? কারণে অকারণে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। দিনবদলের সঙ্গে সঙ্গে হানা দিয়েছে প্লাস্টিক। বিন্নার ফুলের ঝাড়ু তৈরি হতো। কিন্তু এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের ঝাড়ু। বিক্রেতা মাসুদ রানা জানালেন, প্রকারভেদে ঝাড়ু বিক্রি হয় ৬০ থেকে ১০০ টাকায়। ঝাড়ু বিক্রি করে দৈনিক তাঁর আয় হয় ৮০০ থেকে ১০০০ টাকা। নাহজরশংকরপুর, যশোর শহর, ২১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা