এক ঝলক (১৮ এপ্রিল ২০১৮)

১ / ২০
দেশের অন্যতম পর্যটনকেন্দ্রের নাম জাফলং। জাফলংকে বলা হয় সিলেটের প্রকৃতিকন্যা। গোয়াইনঘাট, সিলেট, সাম্প্রতিক তোলা। ছবি: আনিস মাহমুদ
দেশের অন্যতম পর্যটনকেন্দ্রের নাম জাফলং। জাফলংকে বলা হয় সিলেটের প্রকৃতিকন্যা। গোয়াইনঘাট, সিলেট, সাম্প্রতিক তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ২০
বাড়ির উঠানে গাছভর্তি ফুটে আছে বাহারি সাদা জবা। এই সাদা জবা ফুল খুব একটা দেখা মেলে না। ভাসানচর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৮ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
বাড়ির উঠানে গাছভর্তি ফুটে আছে বাহারি সাদা জবা। এই সাদা জবা ফুল খুব একটা দেখা মেলে না। ভাসানচর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৮ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
৩ / ২০
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই অনুষ্ঠানে জলোৎসব মৈত্রী পানিবর্ষণ। মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এ বছরের জন্য অনুষ্ঠান শেষ হয়েছে। উৎসবে তরুণ-তরুণীরা একে অপরকে পানি বর্ষণ করে। আসাম বস্তি নারকেলবাগান, রাঙামাটি, ১৮ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই অনুষ্ঠানে জলোৎসব মৈত্রী পানিবর্ষণ। মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এ বছরের জন্য অনুষ্ঠান শেষ হয়েছে। উৎসবে তরুণ-তরুণীরা একে অপরকে পানি বর্ষণ করে। আসাম বস্তি নারকেলবাগান, রাঙামাটি, ১৮ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
কৃষ্ণচূড়াগাছে সংসার পেতেছে বক। বিশাল গাছটি ঘিরেই তাদের চপলতা। ছালিয়া গ্রাম, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
কৃষ্ণচূড়াগাছে সংসার পেতেছে বক। বিশাল গাছটি ঘিরেই তাদের চপলতা। ছালিয়া গ্রাম, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
পদ্মায় চর জেগে উঠেছে। খাবারের খোঁজে তীরে পাখিদের আনাগোনা। লেছড়াগঞ্জ, হরিরামপুর, মানিকগঞ্জ, ১৭ এপ্রিল। ছবি: আব্দুল মোমিন
পদ্মায় চর জেগে উঠেছে। খাবারের খোঁজে তীরে পাখিদের আনাগোনা। লেছড়াগঞ্জ, হরিরামপুর, মানিকগঞ্জ, ১৭ এপ্রিল। ছবি: আব্দুল মোমিন
৬ / ২০
শুকিয়ে যাওয়া গাছের ডালে বসে অলস সময় কাটাচ্ছে তিন পাখি। চর মোজাম্মেল, তজুমদ্দিন, ভোলা, ১৭ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
শুকিয়ে যাওয়া গাছের ডালে বসে অলস সময় কাটাচ্ছে তিন পাখি। চর মোজাম্মেল, তজুমদ্দিন, ভোলা, ১৭ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
৭ / ২০
এই সময়ে বেশি চোখে পড়ে জারুল ফুল। বেগুনি রঙের এই ফুল সবখানেই দেখা যায়।  জোড়াগেট, খুলনা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
এই সময়ে বেশি চোখে পড়ে জারুল ফুল। বেগুনি রঙের এই ফুল সবখানেই দেখা যায়। জোড়াগেট, খুলনা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
বৈশাখে গাছের কচি ডগায় এসেছে নতুন রঙিন পাতা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
বৈশাখে গাছের কচি ডগায় এসেছে নতুন রঙিন পাতা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
৯ / ২০
একেক জনের কাছে একেক নামে পরিচিত এই ফুল। তবে বাংলা একাডেমির ‘গাছপালা তরুলতা’ বইয়ে ফুলটির নাম ‘মাধুরীলতা’ বলে উল্লেখ রয়েছে। ফুলটির সৌন্দর্য সবাইকে কাছে টানে। লঞ্চঘাটসংলগ্ন শহর রক্ষাবাঁধ, বাগেরহাট, ১৮ এপ্রিল। ছবি: ইনজামামুল হক
একেক জনের কাছে একেক নামে পরিচিত এই ফুল। তবে বাংলা একাডেমির ‘গাছপালা তরুলতা’ বইয়ে ফুলটির নাম ‘মাধুরীলতা’ বলে উল্লেখ রয়েছে। ফুলটির সৌন্দর্য সবাইকে কাছে টানে। লঞ্চঘাটসংলগ্ন শহর রক্ষাবাঁধ, বাগেরহাট, ১৮ এপ্রিল। ছবি: ইনজামামুল হক
১০ / ২০
কাঁঠালগাছে কচি পাতা। দত্তপাড়া, দেয়াড়া, যশোর সদর. ১৮ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
কাঁঠালগাছে কচি পাতা। দত্তপাড়া, দেয়াড়া, যশোর সদর. ১৮ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ২০
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত মং-লা গ্রাম। মাউন্ট এভারেস্ট এলাকায় যাওয়ার পথে পড়ে এই গ্রাম। সোলুকুম্বু, নেপাল, ১৭ এপ্রিল। ছবি: এএফপি
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত মং-লা গ্রাম। মাউন্ট এভারেস্ট এলাকায় যাওয়ার পথে পড়ে এই গ্রাম। সোলুকুম্বু, নেপাল, ১৭ এপ্রিল। ছবি: এএফপি
১২ / ২০
হাতে তৈরি বিভিন্ন ক্যান্ডি প্রদর্শিত হচ্ছে একটি কনফেকশনারির দোকানে। কিয়েভ, ইউক্রেন, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
হাতে তৈরি বিভিন্ন ক্যান্ডি প্রদর্শিত হচ্ছে একটি কনফেকশনারির দোকানে। কিয়েভ, ইউক্রেন, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
১৩ / ২০
দুই বাসের মাঝখান দিয়ে যাচ্ছেন এক নারী। নিরাপদে যাওয়ার জন্য এক বাসকে থামতে হাত দিয়ে ইশারা করছেন তিনি। তবে অনেক সময় এই ইশারায় কাজ হয় না, ঘটে দুর্ঘটনা। শ্যামলী মোড়, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
দুই বাসের মাঝখান দিয়ে যাচ্ছেন এক নারী। নিরাপদে যাওয়ার জন্য এক বাসকে থামতে হাত দিয়ে ইশারা করছেন তিনি। তবে অনেক সময় এই ইশারায় কাজ হয় না, ঘটে দুর্ঘটনা। শ্যামলী মোড়, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
১৪ / ২০
ভারতের জম্মু ও উত্তর প্রদেশে দুটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সমাবেশে অনেকেই প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। অমৃতসর, ভারত, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
ভারতের জম্মু ও উত্তর প্রদেশে দুটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সমাবেশে অনেকেই প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। অমৃতসর, ভারত, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
১৫ / ২০
ছয় দল নিয়ে শুরু হয়েছে খাজা রহমত উল্লাহ ক্লাব কাপ হকি প্রতিযোগিতা। মঙ্গলবার এজাক্স ও ভিক্টোরিয়ার মধ্যকার খেলার একটি মুহূর্ত। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
ছয় দল নিয়ে শুরু হয়েছে খাজা রহমত উল্লাহ ক্লাব কাপ হকি প্রতিযোগিতা। মঙ্গলবার এজাক্স ও ভিক্টোরিয়ার মধ্যকার খেলার একটি মুহূর্ত। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২০
মুক্তিযুদ্ধে সিলেটের তারাপুর চা-বাগানে ৩৯ জন শহীদ হন। শহীদদের স্মরণে আজ বুধবার বাগানে স্থাপিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। সিলেট, ১৮ এপ্রিল। ছবি: আনিম মাহমুদ
মুক্তিযুদ্ধে সিলেটের তারাপুর চা-বাগানে ৩৯ জন শহীদ হন। শহীদদের স্মরণে আজ বুধবার বাগানে স্থাপিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। সিলেট, ১৮ এপ্রিল। ছবি: আনিম মাহমুদ
১৭ / ২০
গরমে হাঁফ ধরে গেছে বানরগুলোর। ওদের তেষ্টা মেটানো চলছে। ছালিয়া এলাকা, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
গরমে হাঁফ ধরে গেছে বানরগুলোর। ওদের তেষ্টা মেটানো চলছে। ছালিয়া এলাকা, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৮ / ২০
বৈশাখ মাসে সিলেটের হাওরাঞ্চলে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। উঠানে ধান শুকাচ্ছেন গৃহিণীরা। বাইশটিলা, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বৈশাখ মাসে সিলেটের হাওরাঞ্চলে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। উঠানে ধান শুকাচ্ছেন গৃহিণীরা। বাইশটিলা, সিলেট সদর, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
বৈশাখের প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরজীবন। তীব্র গরমে বেড়েছে বৈদ্যুতিক পাখার চাহিদা। তাই বাজারে আসছে বিভিন্ন ধরনের পাখা। সবচেয়ে বেশি আসছে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান। এর মধ্যে ব্র্যান্ডভেদে টেবিল ফ্যান বিক্রি হচ্ছে ৮৫০ টাকা থেকে ৮ হাজার ৫০০ টাকায়। রাইফেল ক্লাব মার্কেট, চট্টগ্রাম, ১৮ এপ্রিল। ছবি: জুয়েল শীল
বৈশাখের প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরজীবন। তীব্র গরমে বেড়েছে বৈদ্যুতিক পাখার চাহিদা। তাই বাজারে আসছে বিভিন্ন ধরনের পাখা। সবচেয়ে বেশি আসছে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান। এর মধ্যে ব্র্যান্ডভেদে টেবিল ফ্যান বিক্রি হচ্ছে ৮৫০ টাকা থেকে ৮ হাজার ৫০০ টাকায়। রাইফেল ক্লাব মার্কেট, চট্টগ্রাম, ১৮ এপ্রিল। ছবি: জুয়েল শীল
২০ / ২০
গাছে ধরেছে বিচি কলা। গ্রামাঞ্চলে এটি বাইশ্যা কলা নামেও পরিচিত। কাচারীপাড়া এলাকা, সুজানগর উপজেলা, পাবনা, ১৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
গাছে ধরেছে বিচি কলা। গ্রামাঞ্চলে এটি বাইশ্যা কলা নামেও পরিচিত। কাচারীপাড়া এলাকা, সুজানগর উপজেলা, পাবনা, ১৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ