রোজার প্রথম দিন ইফতারের ফল কিনতে দোকানে রোজাদারদের ভিড়। ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার ফলের দোকান, ১৮ মে। ছবি: আনোয়ার হোসেন
২ / ১৭
জামরুলগাছে থোকা থোকা লাল জামরুল। খাগড়াছড়ির দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালি এলাকা, ১৬ মে। ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৭
গরুর জন্য ঘাস লাগবে। ঝুড়িভরা ঘাস মাথায় নিয়ে ফিরছে শিশু। শ্রীমঙ্গলের মন্দিরগাঁও এলাকা, মৌলভীবাজার, ১৮ মে। ছবি: শিমুল তরফদার
৪ / ১৭
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল ঝুমকো ফুল। মাটিডালি বেইলি সেতু এলাকা, বগুড়া সদর, বগুড়া, ১৭ মে। ছবি: সোয়েল রানা
৫ / ১৭
উড়ালসেতুর ওপর দিয়ে পথচারীর হাঁটাচলা নিষেধ থাকলেও কেউ কেউ তা মানছেন না৷ ফলে দুর্ঘটনা ঘটছে। মেয়র হানিফ ফ্লাইওভার, ঢাকা, ১৭ মে। ছবি: সুমন ইউসুফ
৬ / ১৭
এই বৃষ্টি, এই রোদ। ছাতা বিক্রির ধুম পড়েছে বাজারে। ব্যস্ত সময় কাটাচ্ছেন ছাতা তৈরির শ্রমিকেরা। টেরিবাজার, চট্টগ্রাম ১৮ মে। ছবি: জুয়েল শীল
৭ / ১৭
পাহাড়ি এলাকা থেকে কচুর লতি সংগ্রহ করে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। প্রতি আঁটি কচুর লতি ৩০-৪০ টাকায় বিক্রয় করছেন তিনি। শ্রীমঙ্গল কলেজ রোড, মৌলভীবাজার, ১৭ মে। ছবি: শিমুল তরফদার
পবিত্র রমজানে সিয়াম সাধনার প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় সামগ্রী কিনে নিচ্ছেন মুসল্লিরা। জুমার নামাজের পরের চিত্র। বায়তুল মোকাররম মসজিদ এলাকা, ঢাকা, ১৮ মে। ছবি: আবদুস সালাম
১০ / ১৭
সকালে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থেকে গা বাঁচাতে জানালার ছাউনির ওপর জড়সড় হয়ে বসে আছে কয়েকটি বানর। কৈলাস ঘোষ লেন, ঢাকা, ১৮ই মে। ছবি: দীপু মালাকার
১১ / ১৭
গাছ ভালোবাসেন সিএনজি চালিত অটোরিকশাচালক মো. সাদেক আলী গাজী৷ নিজের অটোরিকশার ছাদে লাগিয়েছেন লতানো উদ্ভিদ। শাহবাগ, ঢাকা, ১৮ মে। ছবি: সুমন ইউসুফ
১২ / ১৭
বৃষ্টির পানি জমে আছে খানাখন্দে ভরা সড়কে। জুমার নামাজ শেষে বাড়ি ফিরতে বিড়ম্বনায় মুসল্লিরা। জুরাইন, শ্যামপুর, ঢাকা, ১৮ মে। ছবি: দীপু মালাকার
১৩ / ১৭
টুপিটা হতে হবে তার মনের মতো। জুমার নামাজ শেষে বাবার সঙ্গে টুপি কিনতে এসেছে সে। বায়তুল মোকাররম মসজিদ এলাকা, ঢাকা, ১৮ মে। ছবি: আবদুস সালাম
১৪ / ১৭
একটু বৃষ্টিতেই ঢাকার পূর্ব জুরাইনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সারা বছরই ভোগান্তি পোহান এলাকাবাসী। ভালো নেই এলাকার কুকুরগুলোও। কে আলী সরদার সড়ক, জুরাইন, ঢাকা, ১৮ মে। ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
ইফতারসামগ্রীর মধ্যে হালিম অন্যতম। হালিম ছাড়া অনেকেরই ইফতার যেন পরিপূর্ণ হয় না। হালিম বিক্রি করতে ব্যস্ত কর্মীরা। বেইলি রোড, ঢাকা, ১৮ মে। ছবি: সুমন ইউসুফ
১৬ / ১৭
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ প্রথম রোজা এবং রমজানের প্রথম জুমা। মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে সমবেত হয়েছিলেন ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঢাকা, ১৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৭
রোজার প্রথম দিন শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল ইফতারের আয়োজন। ছবি: তানভীর আহাম্মেদ