এক ঝলক (২৯ মে ২০১৮)

১ / ১২
সুইজ ফেডারেল প্যালেসের উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। বের্ন, সুইজারল্যান্ড, ২৭ মে। ছবি: রয়টার্স
সুইজ ফেডারেল প্যালেসের উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। বের্ন, সুইজারল্যান্ড, ২৭ মে। ছবি: রয়টার্স
২ / ১২
খুলনার পশুর নদের অনেক জায়গায় হাঁটু সমান পানি। সেখানে জাল ফেলে মাছ শিকারের চেষ্টায় একজন। ভান্ডারকোট, বটিয়াঘাটা, খুলনা, ২৯ মে। ছবি: সাদ্দাম হোসেন
খুলনার পশুর নদের অনেক জায়গায় হাঁটু সমান পানি। সেখানে জাল ফেলে মাছ শিকারের চেষ্টায় একজন। ভান্ডারকোট, বটিয়াঘাটা, খুলনা, ২৯ মে। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
সিডনি হাভার্ডের একটি দৃশ্য। সিডনি, অস্ট্রেলিয়া, ২৯ মে। ছবি: রয়টার্স
সিডনি হাভার্ডের একটি দৃশ্য। সিডনি, অস্ট্রেলিয়া, ২৯ মে। ছবি: রয়টার্স
৪ / ১২
জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলায় মেতেছে শিশুরা। একই সঙ্গে গরমে মিলেছে স্বস্তি। ভান্ডারকোট, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৯ মে। ছবি: সাদ্দাম হোসেন
জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলায় মেতেছে শিশুরা। একই সঙ্গে গরমে মিলেছে স্বস্তি। ভান্ডারকোট, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৯ মে। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
ঐতিহ্যবাহী পোশাক ও মুখোশ পরে বৌদ্ধ ভিক্ষু। আইপো, মালয়শিয়া, ২৯ মে। ছবি: রয়টার্স
ঐতিহ্যবাহী পোশাক ও মুখোশ পরে বৌদ্ধ ভিক্ষু। আইপো, মালয়শিয়া, ২৯ মে। ছবি: রয়টার্স
৬ / ১২
একটি দোকানে তিউনেসিয়ার ঐতিহ্যবাহী উলের তৈরি টুপি সাজিয়ে রাখা হয়েছে। তিউনিস, তিউনেসিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি
একটি দোকানে তিউনেসিয়ার ঐতিহ্যবাহী উলের তৈরি টুপি সাজিয়ে রাখা হয়েছে। তিউনিস, তিউনেসিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি
৭ / ১২
তীব্র গরমে এ রকম তাপে সড়ক সংস্কারের কাজ করছেন শ্রমিকেরা। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
তীব্র গরমে এ রকম তাপে সড়ক সংস্কারের কাজ করছেন শ্রমিকেরা। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
কে চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মিজানের মৃত্যুর জন্য দায়ী চালকের বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও মিছিল করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সায়েদবাদ, ঢাকা, ২৯ মে। ছবি: হাসান রাজা
কে চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মিজানের মৃত্যুর জন্য দায়ী চালকের বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও মিছিল করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সায়েদবাদ, ঢাকা, ২৯ মে। ছবি: হাসান রাজা
৯ / ১২
ইলিশের জন্য মেঘনা নদীতে জাল ফেলছেন জেলেরা। কিন্তু আশানুরূপ ইলিশ তাঁরা পাচ্ছেন না বলে জানিয়েছেন। মেঘনা, মদনপুর, দৌলতখান, ভোলা, ২৭ মে। ছবি: নেয়ামতউল্যাহ
ইলিশের জন্য মেঘনা নদীতে জাল ফেলছেন জেলেরা। কিন্তু আশানুরূপ ইলিশ তাঁরা পাচ্ছেন না বলে জানিয়েছেন। মেঘনা, মদনপুর, দৌলতখান, ভোলা, ২৭ মে। ছবি: নেয়ামতউল্যাহ
১০ / ১২
বর্ষার আগেই অনেক গাছে ফুটতে শুরু করেছে কদম ফুল। ফুলে ছেয়ে গেছে একটি গাছ। আলিয়া মাদ্রাসা সড়ক, ভোলা সদর, ২৯ মে। ছবি: নেয়ামতউল্যাহ
বর্ষার আগেই অনেক গাছে ফুটতে শুরু করেছে কদম ফুল। ফুলে ছেয়ে গেছে একটি গাছ। আলিয়া মাদ্রাসা সড়ক, ভোলা সদর, ২৯ মে। ছবি: নেয়ামতউল্যাহ
১১ / ১২
প্রখর রোদ বলে ঘরে বসে আরাম করার সুযোগ নেই দিনমজুরদের। রিকশাভ্যানে করে পণ্য নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ঘামে ভিজে গেছে তাঁর সারা শরীর। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
প্রখর রোদ বলে ঘরে বসে আরাম করার সুযোগ নেই দিনমজুরদের। রিকশাভ্যানে করে পণ্য নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ঘামে ভিজে গেছে তাঁর সারা শরীর। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
১২ / ১২
কয়েক দিন বাদেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সেই মহা আয়োজনের রং লেগেছে বাংলাদেশেও। সড়কে বিক্রি হচ্ছে বিভিন্ন দলের পতাকা। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
কয়েক দিন বাদেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সেই মহা আয়োজনের রং লেগেছে বাংলাদেশেও। সড়কে বিক্রি হচ্ছে বিভিন্ন দলের পতাকা। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ