এক ঝলক (২১ জুন ২০১৮)

১ / ১৯
কাপ্তাই হ্রদে মাছ শিকারের ব্যর্থ চেষ্টার পর গাছের ডালে বসে যেন জিরিয়ে নিচ্ছে পানকৌড়িটি। আসাম বস্তি, রাঙামাটি, ২৪১ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদে মাছ শিকারের ব্যর্থ চেষ্টার পর গাছের ডালে বসে যেন জিরিয়ে নিচ্ছে পানকৌড়িটি। আসাম বস্তি, রাঙামাটি, ২৪১ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
সড়কের পাশের বনে ফুটে আছে ‘দাঁতরাঙা ফুল’। জোড়াব্রিজ এলাকা, খাগড়াছড়ি, ২১ জুন। ছবি: পলাশ বড়ুয়া
সড়কের পাশের বনে ফুটে আছে ‘দাঁতরাঙা ফুল’। জোড়াব্রিজ এলাকা, খাগড়াছড়ি, ২১ জুন। ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৯
খাবারের সন্ধানে শালিক পাখিটি বসেছে দেয়ালে। হাতীবান্ধা, লালমনিরহাট, ২০ জুন। ছবি-মোছাব্বের হোসেন
খাবারের সন্ধানে শালিক পাখিটি বসেছে দেয়ালে। হাতীবান্ধা, লালমনিরহাট, ২০ জুন। ছবি-মোছাব্বের হোসেন
৪ / ১৯
রাজবন বিহার এলাকায় অনেক বানর চোখে পড়ে। বিহার কর্তৃপক্ষের তথ্যমতে, ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক বানর রয়েছে এখানে। বানরের বিচরণভূমি কম হওয়ায় খাদ্যসংকটে রয়েছে বানরগুলো। রাঙামাটি, ২১ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
রাজবন বিহার এলাকায় অনেক বানর চোখে পড়ে। বিহার কর্তৃপক্ষের তথ্যমতে, ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক বানর রয়েছে এখানে। বানরের বিচরণভূমি কম হওয়ায় খাদ্যসংকটে রয়েছে বানরগুলো। রাঙামাটি, ২১ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৯
পর্তুগাল ও মরক্কোর খেলা শুরু হওয়ার আগে সিংহের মুখোশ পরা এক দর্শক। মস্কো, রাশিয়া, ২০ জুন। ছবি: রয়টার্স
পর্তুগাল ও মরক্কোর খেলা শুরু হওয়ার আগে সিংহের মুখোশ পরা এক দর্শক। মস্কো, রাশিয়া, ২০ জুন। ছবি: রয়টার্স
৬ / ১৯
গাছে ঝুলছে লোভনীয় আম। সূত্রাপুর, ঘোড়াপট্টি এলাকা, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
গাছে ঝুলছে লোভনীয় আম। সূত্রাপুর, ঘোড়াপট্টি এলাকা, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
৭ / ১৯
লিচুর মতো সুস্বাদু এই ফলটির নাম কাঠলিচু। এটি আঁশফল নামেও পরিচিত। ঘোড়াপট্টি, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
লিচুর মতো সুস্বাদু এই ফলটির নাম কাঠলিচু। এটি আঁশফল নামেও পরিচিত। ঘোড়াপট্টি, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
৮ / ১৯
পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের পর কর্মস্থলে ফিরছে মানুষ। বাসস্ট্যান্ড, লঞ্চ ও রেলস্টেশনগুলোতে এখন যাত্রীদের ভিড়। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ২০ জুন। ছবি: সাইয়ান
পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের পর কর্মস্থলে ফিরছে মানুষ। বাসস্ট্যান্ড, লঞ্চ ও রেলস্টেশনগুলোতে এখন যাত্রীদের ভিড়। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ২০ জুন। ছবি: সাইয়ান
৯ / ১৯
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে টোকিওর জোজুজি মন্দিরে ধ্যানে মগ্ন অনুশীলনকারীরা। জাপান, ২১ জুন। ছবি: এএফপি
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে টোকিওর জোজুজি মন্দিরে ধ্যানে মগ্ন অনুশীলনকারীরা। জাপান, ২১ জুন। ছবি: এএফপি
১০ / ১৯
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ভারতের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (এফআরআই) প্রাঙ্গণে যোগব্যায়ামের এক বিশাল আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি প্রথম এই দিবসের প্রস্তাব দেয়। এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। দেরাদুন, উত্তরাখন্ড, ২১ জুন। ছবি: এএফপি
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ভারতের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (এফআরআই) প্রাঙ্গণে যোগব্যায়ামের এক বিশাল আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি প্রথম এই দিবসের প্রস্তাব দেয়। এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। দেরাদুন, উত্তরাখন্ড, ২১ জুন। ছবি: এএফপি
১১ / ১৯
চীনে দুই দিনের সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (বাঁয়ে)। যাওয়ার আগে শেষ দিনে গতকাল বুধবার তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (ডানে)। ভোজের টেবিলে দুই দেশের প্রধানই সস্ত্রীক হাজির হন। দিয়াতাইই স্টেট গেস্টহাউস, বেইজিং, চীন। ছবি: এএফপি
চীনে দুই দিনের সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (বাঁয়ে)। যাওয়ার আগে শেষ দিনে গতকাল বুধবার তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (ডানে)। ভোজের টেবিলে দুই দেশের প্রধানই সস্ত্রীক হাজির হন। দিয়াতাইই স্টেট গেস্টহাউস, বেইজিং, চীন। ছবি: এএফপি
১২ / ১৯
শুরু হয়েছে আমন রোপণের মৌসুম। কৃষক আমন ধান রোপণের জন্য কলের লাঙল চালিয়ে জমি প্রস্তুত করছেন। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর সদর, ২১ জুন। ছবি: আলীমুজ্জামান
শুরু হয়েছে আমন রোপণের মৌসুম। কৃষক আমন ধান রোপণের জন্য কলের লাঙল চালিয়ে জমি প্রস্তুত করছেন। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর সদর, ২১ জুন। ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
ঈদ শেষে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। অনেক সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানো হচ্ছে। বেপরোয়া গাড়ি ঠেকাতে ফরিদপুর ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা ঢাকা-বরিশাল মহাসড়কে গতি পরিমাপক যন্ত্র দিয়ে গাড়ির গতি পর্যবেক্ষণ করছেন। আলালপুর, ফরিদপুর, ২১ জুন। ছবি: আলীমুজ্জামান
ঈদ শেষে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। অনেক সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানো হচ্ছে। বেপরোয়া গাড়ি ঠেকাতে ফরিদপুর ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা ঢাকা-বরিশাল মহাসড়কে গতি পরিমাপক যন্ত্র দিয়ে গাড়ির গতি পর্যবেক্ষণ করছেন। আলালপুর, ফরিদপুর, ২১ জুন। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৯
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা জানানো ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করা হচ্ছে। নগরের সদর রোড থেকে ব্যানার অপসারণ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। বরিশাল, ২১ জুন। ছবি: সাইয়ান
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা জানানো ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করা হচ্ছে। নগরের সদর রোড থেকে ব্যানার অপসারণ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। বরিশাল, ২১ জুন। ছবি: সাইয়ান
১৫ / ১৯
বিশ্বকাপ ফুটবলে মেতেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। পছন্দের দলকে নিয়ে উদ্‌যাপনের কমতি নেই কারোর। সিলেট নগরের ফুটপাতের দোকানগুলোতে চলছে বিভিন্ন দলের জার্সি বিকিকিনি। বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দলের জার্সি। ছোট-বড় সবাই কিনছে জার্সি। ১০০ থেকে ২৮০ টাকা দামের জার্সি বিক্রি করছেন দোকানিরা। জিন্দা বাজার, সিলেট, ২১ জুন। ছবি: আনিস মাবুদ
বিশ্বকাপ ফুটবলে মেতেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। পছন্দের দলকে নিয়ে উদ্‌যাপনের কমতি নেই কারোর। সিলেট নগরের ফুটপাতের দোকানগুলোতে চলছে বিভিন্ন দলের জার্সি বিকিকিনি। বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দলের জার্সি। ছোট-বড় সবাই কিনছে জার্সি। ১০০ থেকে ২৮০ টাকা দামের জার্সি বিক্রি করছেন দোকানিরা। জিন্দা বাজার, সিলেট, ২১ জুন। ছবি: আনিস মাবুদ
১৬ / ১৯
ঈদের আগের দিন উদনাছড়ার পানির বেগে শ্রীমঙ্গলের ভুজপুর এলাকায় একটি ব্রিজ ধসে পড়ে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। উদনাপাড় এলাকা, শ্রীমঙ্গল, ২১ জুন। ছবি: শিমুল তরফদার
ঈদের আগের দিন উদনাছড়ার পানির বেগে শ্রীমঙ্গলের ভুজপুর এলাকায় একটি ব্রিজ ধসে পড়ে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। উদনাপাড় এলাকা, শ্রীমঙ্গল, ২১ জুন। ছবি: শিমুল তরফদার
১৭ / ১৯
ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা সাধারণত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফেরে। এই ঘাট দিয়ে প্রতিদিন দুপুরের পর থেকে বাড়তি গাড়ির সঙ্গে লঞ্চের পাশাপাশি ফেরিতেও অতিরিক্ত মানুষকে নদী পাড়ি দিতে দেখা যায়। দৌলতদিয়া ফেরিঘাট, ২১ জুন। ছবি: এম রাশেদুল হক
ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা সাধারণত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফেরে। এই ঘাট দিয়ে প্রতিদিন দুপুরের পর থেকে বাড়তি গাড়ির সঙ্গে লঞ্চের পাশাপাশি ফেরিতেও অতিরিক্ত মানুষকে নদী পাড়ি দিতে দেখা যায়। দৌলতদিয়া ফেরিঘাট, ২১ জুন। ছবি: এম রাশেদুল হক
১৮ / ১৯
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার শহীদ লেনে বস্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুলিশ। এ সময় বস্তিবাসী মূল সড়কে এসে অবরোধ করে। তাদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। চট্টগ্রাম, ২১ জুন। ছবি: জুয়েল শীল
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার শহীদ লেনে বস্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুলিশ। এ সময় বস্তিবাসী মূল সড়কে এসে অবরোধ করে। তাদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। চট্টগ্রাম, ২১ জুন। ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ও দেশি মদ জব্দ করা হয়। ঢাকা, ২১ জুন। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ও দেশি মদ জব্দ করা হয়। ঢাকা, ২১ জুন। ছবি: দীপু মালাকার