এক ঝলক (১৩ জুলাই ২০১৮)

১ / ১৫
হস্তশিল্পের বিভিন্ন পণ্যের জন্য বেশ পরিচিত রাজধানীর দোয়েল চত্বর এলাকা। নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
হস্তশিল্পের বিভিন্ন পণ্যের জন্য বেশ পরিচিত রাজধানীর দোয়েল চত্বর এলাকা। নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১৫
দিঘির শান্ত জলে সাঁতার কাটছে রাজহাঁস। বারোপোতা গ্রাম, শার্শা উপজেলা, যশোর। সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলা
দিঘির শান্ত জলে সাঁতার কাটছে রাজহাঁস। বারোপোতা গ্রাম, শার্শা উপজেলা, যশোর। সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১৫
ধানখেতে পুঁতে রাখা জমির মালিকানার সাইনবোর্ডের ওপর বসে আছে মাছরাঙা। সোনাডাঙ্গা বাইপাস সড়ক, খুলনা, ১২ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
ধানখেতে পুঁতে রাখা জমির মালিকানার সাইনবোর্ডের ওপর বসে আছে মাছরাঙা। সোনাডাঙ্গা বাইপাস সড়ক, খুলনা, ১২ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৫
ঝলমলে রোদে ফুটে আছে লাল রঙ্গন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস, পাবনা, ১২ জুলাই। ছবি: হাসান মাহমুদ
ঝলমলে রোদে ফুটে আছে লাল রঙ্গন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস, পাবনা, ১২ জুলাই। ছবি: হাসান মাহমুদ
৫ / ১৫
সবুজ পাহাড়ে ফুটেছে কাঠালীগোলাপ ফুল। মিলনপুর মাভিলা এলাকা, খাগড়াছড়ি শহর, ৮ জুলাই। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে ফুটেছে কাঠালীগোলাপ ফুল। মিলনপুর মাভিলা এলাকা, খাগড়াছড়ি শহর, ৮ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৫
পাহাড়ি এলাকায় ফুটেছে ফুরুস ফুল। খাগড়াছড়ি শহর, ১২ জুলাই। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ি এলাকায় ফুটেছে ফুরুস ফুল। খাগড়াছড়ি শহর, ১২ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৫
বোরো ধান কাটার পর বিস্তীর্ণ মাঠে গরু চরাতে এসে খেতের আইলে বিশ্রাম নিচ্ছেন এক রাখাল। বারোপোতা গ্রাম, শার্শা উপজেলা, যশোর। সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলা
বোরো ধান কাটার পর বিস্তীর্ণ মাঠে গরু চরাতে এসে খেতের আইলে বিশ্রাম নিচ্ছেন এক রাখাল। বারোপোতা গ্রাম, শার্শা উপজেলা, যশোর। সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৫
ফুটে আছে বর্ষার ফুল কদম। সাবাই সড়ক, খাগড়াছড়ি শহর, ১২ জুলাই। ছবি: নীরব চৌধুরী
ফুটে আছে বর্ষার ফুল কদম। সাবাই সড়ক, খাগড়াছড়ি শহর, ১২ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৯ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা চৌকি বসানোর কথা বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চৌকি আগেও ছিল। অনেকের অভিযোগ, সেগুলো এখন কাজে আসে না। ক্যাম্পাসের প্রবেশমুখে স্থাপিত প্রতিরোধকগুলোও এখন নেই। পলাশী, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা চৌকি বসানোর কথা বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চৌকি আগেও ছিল। অনেকের অভিযোগ, সেগুলো এখন কাজে আসে না। ক্যাম্পাসের প্রবেশমুখে স্থাপিত প্রতিরোধকগুলোও এখন নেই। পলাশী, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
১০ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সম্প্রতি স্থাপন করা হয়েছে এই ধরনের অনেকগুলো প্রতিরোধক। ফুলার রোড, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সম্প্রতি স্থাপন করা হয়েছে এই ধরনের অনেকগুলো প্রতিরোধক। ফুলার রোড, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
১১ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দিন ধরে নিয়মিত মাইকিং করছে প্রক্টর কার্যালয়ের ভ্রাম্যমাণ দল। কর্মকর্তারা জানান, ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলার রোড, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দিন ধরে নিয়মিত মাইকিং করছে প্রক্টর কার্যালয়ের ভ্রাম্যমাণ দল। কর্মকর্তারা জানান, ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলার রোড, ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
১২ / ১৫
রাজধানীর প্রধান সড়ক ও গলিতে স্থাপন করা হয়েছিল এসব ময়লার পাত্র। সেগুলো এখন আর কাজে আসছে না। ময়লার ভাঙা পাত্রগুলো জড়ো করে রাখা হয়েছে ইস্কাটন গার্ডেনের ফুটপাতে। ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
রাজধানীর প্রধান সড়ক ও গলিতে স্থাপন করা হয়েছিল এসব ময়লার পাত্র। সেগুলো এখন আর কাজে আসছে না। ময়লার ভাঙা পাত্রগুলো জড়ো করে রাখা হয়েছে ইস্কাটন গার্ডেনের ফুটপাতে। ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
১৩ / ১৫
ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে প্রায়ই ব্যবস্থা নিয়ে থাকে ভ্রাম্যমাণ আদালত। তারপরও অবস্থার পরিবর্তন দৃশ্যমান নয়। বাসের পেছনের ভাঙা অংশ দিয়ে যাত্রীর পা দেখা যাচ্ছে। কারওয়ান বাজার (সার্ক ফোয়ারা), ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে প্রায়ই ব্যবস্থা নিয়ে থাকে ভ্রাম্যমাণ আদালত। তারপরও অবস্থার পরিবর্তন দৃশ্যমান নয়। বাসের পেছনের ভাঙা অংশ দিয়ে যাত্রীর পা দেখা যাচ্ছে। কারওয়ান বাজার (সার্ক ফোয়ারা), ঢাকা, ১৩ জুলাই। ছবি: আবদুস সালাম
১৪ / ১৫
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘হকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ’-এ খেলার একটি মুহূর্ত। রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা সবাই ঢাকা ও আশপাশের এলাকার সংবাদপত্রের হকার। ঢাকা, ১৩ জুলাই। ছবি: দীপু মালাকার
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘হকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ’-এ খেলার একটি মুহূর্ত। রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা সবাই ঢাকা ও আশপাশের এলাকার সংবাদপত্রের হকার। ঢাকা, ১৩ জুলাই। ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
সাপ্তাহিক ছুটির দিনেও যানজট থেকে রেহাই নেই রাজধানীবাসীর। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ছিল এমন যানজট। ঢাকা, ১৩ জুলাই। ছবি: সুমন ইউসুফ
সাপ্তাহিক ছুটির দিনেও যানজট থেকে রেহাই নেই রাজধানীবাসীর। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ছিল এমন যানজট। ঢাকা, ১৩ জুলাই। ছবি: সুমন ইউসুফ