পাঠক রস

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের ওপর ভিত্তি করে বাংলা
ব্যাকরণ পরীক্ষার প্রশ্ন করা হলে কেমন হতো?
চলুন প্রশ্ন দেখি, পরীক্ষা দিই! (গোল্ডেন এ প্লাস নিশ্চিত!)

উচ্চতর ক্রিকেট ব্যাকরণ প্রথম পত্র
যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও
সকল প্রশ্নের মান সমান
সময়: ১০ মিনিট

১. ‘যাহা দিলাম, উহা সামলাইতেই ঘর-সংসার টালমাটাল হইয়া উঠিবে!’- কথাটি কে কাকে বলেছিল?
ক. গৌরীশঙ্কর বনমালী বাবুকে খ. এরশাদ মোদিকে
গ. অনন্ত জলিল মিশাকে ঘ. মোস্তাফিজ ধোনিকে
২. ‘রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক. মুস্তাফিজুর রহমান খ. হানি সিং
গ. দেব ঘ. শাকিব খান
৩. ‘এরপরের ম্যাচগুলোতে বাংলাদেশের বিপক্ষে ভারত জিতবে’—বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক. আকাঙ্ক্ষা খ. আসক্তি
গ. যোগ্যতা ঘ. নৈকট্য
৪. ‘ভারতের সেই স্বাদ এখানেই মিটিল!’—কোন স্বাদ?
ক. আছাড় খাওয়ার খ. যাত্রা দেখার
গ. ডিনার করার ঘ. পরের বার বাংলাদেশে আসার
৫. ‘মাঠেতে গরজে বাঘ, ঘন বরষা/ ব্যাট হাতে ভয়ে আছি, চোখে তমশা!’—কার উক্তি?
ক. ধোনি খ. কোহলি
গ. ধাওয়ান ঘ. ওপরের সবগুলো
৬. আলিম দার ছিলেন না বলে কেউ তাহাদের উদ্ধার করে নাই।’—এটি কী বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. কঠিন বাক্য ঘ. যৌগিক বাক্য
৭. ‘মাশরাফির রুমে ধোনি আসিয়া কহিল ধরিয়া পা/ মাফ করো বাপ, এবারের মতো ওয়াশ করিও না!’—পঙ্ক্তিটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. ম্যাশবৃত্ত
৮. ‘এবার আর কেউ বাঁচাইতে পারবে না!’—বাক্যটির অস্তিবাচক রূপ কী?
ক. এবার আর না মারিয়া থাকিব না
খ. এবার একেবারে মারিয়া ফেলিব
গ. একেবারে ডাইরেক্ট ভাইঙ্গা দিব
ঘ. এবার আর কেউ বাঁচাইতে আসিবে না
৯. ‘উহাদের প্রথম ম্যাচে পরাজিত করার পর উহারা অনাহারে রাত্রি যাপন করিয়াছে।’ùবাক্যটিতে কয়টি উপসর্গ আছে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১০. ‘যখন যাহারে ব্যাটিংয়ে নামিয়েছি সেই চলে গেছে ছাড়ি!’—উক্তিটির মধ্যে ধোনির কী অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. আক্ষেপ খ. বিদ্রোহ
গ. বিরহ ঘ. ভালোবাসা