ক্রিকেটাররা পরামর্শ দিলে...

দরজায় কড়া নাড়ছে এইচএসসি পরীক্ষা। ক্রিকেটাররা পরীক্ষার্থীদের পরামর্শ দিলে যা বলতেন, তা ভাবলেন সঞ্জয় সরকার

মাশরাফি বিন মুর্তজা
প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, এক্কেবারে ধরে দিবানি। কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না।

সাকিব আল হাসান
প্রশ্ন যেমনই হোক, সম্মানসূচক একটা স্যালুট ঠুকে লেখা শুরু করে দিবা। এবং সব পরীক্ষাতেই ভালো করতে হবে। অলরাউন্ডার না হলে ভালো রেজাল্ট অসম্ভব।

তামিম ইকবাল
তুমি জিতলে জিতে যাবে মা। কথাটি মনে রেখো।

মাহমুদউল্লাহ রিয়াদ
নিজের ওপর ভরসা রাখো। লড়াই চালিয়ে যেতে হবে পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত।

মুশফিকুর রহিম
টেস্টে ভালো করতে পারোনি বলে বকা খেয়েছ? তাই বলে তুমি কান্না করবে? পাগল! জিপিএ-৫ পেয়ে ঝাল দেখিয়ে দাও।

সৌম্য সরকার
পরীক্ষার ভয়ে গুটিয়ে থেকো না। পরীক্ষার হলে যাও। একবার না পারিলে দেখো শতবার।

নাজমুল ইসলাম
পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবা না। শেষ হলেই নাগিন নাচ দিবা।

লিটন দাস
ফেসবুকে ট্রলপেজ ঘাঁটাঘাঁটি না করে পড়াশোনা করো। কোনো প্রশ্নই ট্রলপেজ থেকে আসবে না।

সাব্বির রহমান
স্টে কুল, ম্যান! পরীক্ষায় মাথা ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এদিক-ওদিক তাকাবে না খবরদার!

রুবেল হোসেন
পরীক্ষার শেষ দিকে প্রশ্নের উত্তর লিখতে হবে ঝড়ের গতিতে। ভয়ে পেয়ো না। সামনে যা-ই আসুক, ডিরেক্ট ভাইঙ্গে দাও।

মোস্তাফিজুর রহমান
সব সময় একই টেকনিকে কাজ হয় না। নিয়মিত টেকনিক বদলাও। রেজাল্ট ভালো হবে। আর পরীক্ষার সময় কলম, পেনসিল, কাটার নিতে ভুল কোরো না।