কত বিশেষজ্ঞ ফেসবুকে!

বিশেষজ্ঞ ফেসবুকার
ম্যাচটা যে আমরা জিতলাম, সেটার কারণ কী বলেন তো? ম্যাচের আগে ক্রিকেটাররা আমার স্ট্যাটাস পড়ে মাঠে নামছিলেন। দলে এখন সেই অর্থে কোনো কোচ নাই, তাই দায়িত্ব নিয়ে জাতির মুখের দিকে তাকায়া স্ট্যাটাসটা দিছিলাম। এভাবে কাজে লেগে যাবে, সেটা অবশ্য ভাবি নাই। যাই হোক পাবলিক আমার মূল্যায়ন না করলেও ক্রিকেটার করছেন, এটাই বা কম কী!

বিশেষজ্ঞ ফেসবুকার
বিশ্বরাজনীতি পর্যবেক্ষণ করে যেটা বুঝলাম, খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে আসলে চীন, রাশিয়া আর পাপুয়ানিউগিনির হাত আছে।

বিশেষজ্ঞ ফেসবুকার
কত করে বললাম, শেপ অব ওয়াটার ছবিটাকে অস্কার দেওয়ার কোনো দরকারই নাই। কেউ শুনল না।

বিশেষজ্ঞ ফেসবুকার
গত কয়েক বছরের ইতিহাস বলে, অতিরিক্ত যাত্রীবহনের কারণেই ইদানিং প্লেন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাছাড়া আজকাল রানওয়েতে কোনো স্পিডবেকারও থাকে না। এইটা কেমন কথা?

বিশেষজ্ঞ ফেসবুকার
স্টিফেন হকিংয়ের মৃত্যুতে খুব খারাপ লাগছে। তাঁর লেখা আ ব্রিফ হিস্টোরি অব টাইম উপন্যাসটা কতবার পড়েছি! আমি নিশ্চিত, চিকিৎসকদের অবহেলার কারণেই তিনি অকালে চলে গেলেন।