সাত হাজারে প্রথম তামিম

টেস্ট ও ওয়ানডে—আন্তর্জাতিক অঙ্গনে তিন সংস্করণের দুটিতেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি রানও এই বাঁহাতি ওপেনারের। গত মঙ্গলবার বিকেএসপিতে ক্যারিয়ার-সেরা ১৫৭ রান করার পথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলফলকও পেরিয়েছেন। ২০০৪ সালে প্রথম লিস্ট ‘এ’ ম্যাচ খেলা তামিম মোট এই রানের ৫২৫১-ই করেছেন ওয়ানডেতে।
লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ২১০ ৭১৪৬ ১৫৭ ৩৫.৩৭ ১৩/৪৩
মুশফিকুর রহিম ২৩৮ ৬৬৫৮ ১৪৫* ৩৬.১৮ ৮/৪০
সাকিব আল হাসান ২১৩ ৫৮৬৪ ১৩৪* ৩৩.৩১ ৬/৪১
মাহমুদউল্লাহ ২২১ ৫৫৬৪ ১৩০ ৩৫.৪৩ ৬/৩২
মোহাম্মদ আশরাফুল ২৩২ ৪৭৩৩ ১১৮* ২৩.৪৩ ৫/২৫