প্রাথমিক দলেও থাকবেন না তুষার?

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ধারাবাহিক খেলেও জাতীয় দলের দুয়ার এখনো উন্মুক্ত নয় তুষারের সামনে! ফাইল ছবি
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ধারাবাহিক খেলেও জাতীয় দলের দুয়ার এখনো উন্মুক্ত নয় তুষারের সামনে! ফাইল ছবি
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন। কিন্তু জাতীয় দলে কি সুযোগ মিলবে তুষার ইমরানের? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কথায় মনে হলো সে সম্ভাবনা বেশ ক্ষীণই


ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন। বড় পরিসরের ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে করেছেন ১০ হাজার রান, সর্বোচ্চ ২৮টি সেঞ্চুরিও তাঁর। সবশেষ বিসিএলে ৯০.৬২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে তুষার ইমরানের রান ৭২৫। গত দুই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পাওয়াটা নিয়মিত ঘটনা করে ফেলেছেন তিনি! ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কারই যে জাতীয় দল, সেটি হয়তো এবারও তুষারের ক্ষেত্রে সত্যি না-ও হতে পারে।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে নির্বাচকেরা এরই মধ্যে তৈরি করে ফেলেছেন ৩০ জনের প্রাথমিক দল। কাল বিসিবি সভাপতির কাছে দীর্ঘ তালিকাটা জমা দিয়ে দেবেন তাঁরা। ১৩ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ৩০ সদস্যের এই প্রাথমিক দলে তুষারের মতো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা খেলোয়াড়ের থাকার সম্ভাবনা যে ক্ষীণ, সেটি আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কথাতেই বোঝা গেল, ‘এটা আপনাদের মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে ভালো করা মানে এই নয় যে আন্তর্জাতিক ক্রিকেটেও সে ভালো করবে। আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্য কত, সেটিও বুঝতে হবে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে এখনই নিতে হবে, এমন কথা নেই। আগে ‘এ’ আর এইচপি দলটা দিই, সেটা দেখেন, তখন বিষয়টা বুঝতে পারবেন।’
প্রধান নির্বাচক জানালেন, জাতীয় দলের পাশাপাশি ২২ জনের একটি হাইপারফরম্যান্স (এইচপি) দলও দেবেন তাঁরা। এইচপির সঙ্গে সমন্বয় করে আরও আটজনকে রাখা হবে ‘এ’ দলে। এইচপি, ‘এ’ দল মিলিয়ে মোট ৩০ জনের দল। তুষারকে আপাতত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করার কথাই শোনা যাচ্ছে।
হাঁটুর চোটে পড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকছেন নাসির হোসেন। স্বাভাবিকভাবেই তাঁকে প্রাথমিক দলে রাখা হচ্ছে না। পিঠের চোটে পড়া তাসকিন আহমেদও থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত করতে পারেননি মিনহাজুল।
প্রধান কোচ ছাড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রধান কোচ না থাকলেও ক্যাম্প চালিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানালেন মিনহাজুল, ‘আমরা এরই মধ্যে অধিনায়কদের সঙ্গে আলাপ সেরে নিয়েছি। কোচের সঙ্গে পরিকল্পনা করা হয় সিরিজের আগে। কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় মারিওর (ট্রেনার) অধীনে। সে এটা পরিচালনা করবে। আমাদের কাজ ৩০ জনের পুল করে দেওয়া। কোনো সফরের আগে নির্বাচনপ্রক্রিয়ায় আমরা যখন যাই তখন প্রধান কোচের দরকার হয় না।’