বার্সার শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে থাকছেন মারুফুল

মারুফুল হক। ফাইল ছবি
মারুফুল হক। ফাইল ছবি
বার্সেলোনায় যাচ্ছেন মারুফুল হক। থাকছেন লা লিগায় বার্সার শেষ ম্যাচেও। ইতিমধ্যেই পেয়ে গেছেন সে ম্যাচের আমন্ত্রণ


লা লিগার শিরোপাটা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। এখনো চার ম্যাচ বাকি থাকলেও সেগুলো নিয়ম রক্ষারই। এই চার ম্যাচের একটি ‘এল ক্লাসিকো’ হওয়ায় সেটি মর্যাদা রক্ষারও। ২০ মে রিয়াল সোসিয়েোদের বিপক্ষে বার্সার শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে থাকবেন একজন বাংলাদেশিও। তিনি আর কেউ নন দেশের অন্যতম সেরা ফুটবল কোচ মারুফুল হক। দক্ষিণ এশিয়ার একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ সোসিয়েদাদ-বার্সা ম্যাচটি দেখবেন ‘এক্সপার্ট ইন ইয়ুথ কোচিং কোর্সে’র অংশ হিসেবে। কোর্সে সে ম্যাচের বিশ্লেষণ অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হচ্ছে তাঁকে।

বার্সেলোনায় আগামী ১১ মে শুরু হচ্ছে এই কোচিং কোর্স। এতে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ। তবে বার্সেলোনার কোচিং কোর্স করার আগে মারুফুল বসবেন ইংল্যান্ডে উয়েফা ‘এ’ লাইসেন্সের সহযোগী সিপিডি (রিফ্রেশ) কোর্সে। সেখান থেকেই স্পেনের নগরীতে রওনা দেবেন তিনি।
২০১৫ সালে উয়েফা ‘এ’ কোচিং লাইসেন্স পান মারুফ।