রশিদ-মুজিব? বাংলাদেশের দুশ্চিন্তা দেরাদুন!

রশিদরা এবার কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। ছবি: প্রথম আলো
রশিদরা এবার কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। ছবি: প্রথম আলো

প্রথম চিন্তাটা ছিল ভেন্যু নিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা দেরাদুনের বিকল্প কোনো ভেন্যুতে খেলতে তাঁরা বেশি আগ্রহী। ভেন্যু নিয়ে এখন আর কোনো আপত্তি নেই বিসিবির। ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে খেলতেই বাংলাদেশ রাজি। সিরিজটা বাংলাদেশ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সংস্করণে খেলবে-সে প্রশ্নের সমাধানও হয়েছে। এখন বাংলাদেশের নতুন চিন্তা দেরাদুনের তাপমাত্রা নিয়ে।

আফগানিস্তান সফরের সময় হয়ে আসছে। এখনো চূড়ান্ত সূচি জানা যায়নি। সূচি চূড়ান্ত করার আগে সরেজমিনে দেখেতে ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খানকে ভারতে পাঠিয়েছে বিসিবি। তাঁর পর্যবেক্ষণের পর বিসিবির ভাবনায় এখন দেরাদুনের তাপমাত্রা। জুনে এখানে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও উঠতে পারে। ভারতও কখনো এখানে টেস্ট খেলেনি।

আজ কুর্মিটোলা গলফ ক্লাবে বিসিবি সভাপতি আফগানিস্তান সিরিজ নিয়ে বললেন, ‘মাঠ নিয়ে সমস্যা নেই। কলকাতায় হলে সবচেয়ে ভালো হতো, বাংলাদেশ থেকে দর্শকেরা খেলা দেখতে যেতে পারত। এখন নতুন সমস্যা হচ্ছে তাপমাত্রা নিয়ে। আমাদের খেলোয়াড়েরা এ তাপমাত্রায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কি না, নিশ্চিত না। কিন্তু খেলা তো খেলাই। নতুন অভিজ্ঞতা হবে। এখন পর্যন্ত যেটা চূড়ান্ত, খেলা দেরাদুনেই হবে।’

শুধু কি তাপমাত্রা? মাঠেও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, বিশেষ করে ব্যাটসম্যানদের। সিরিজটা যেহেতু টি-টোয়েন্টিতে, বিসিবি সভাপতি র‍্যাঙ্কিংয়ে আফগানদের এগিয়ে থাকার কথা যেমন মনে করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন আফগানদের শক্তিশালী বোলিং আক্রমণ, বিশেষ করে দুই স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমানকে নিয়ে।

নাজমুল মনে করেন, আফগানিস্তান সিরিজটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আসছে বাংলাদেশের সামনে, ‘আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী, র‍্যাঙ্কিংয়ে তারা আমাদের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে। ওদের হালকাভাবে নিলে ভুল হবে। ওদের সঙ্গে পূর্ণ শক্তি নিয়ে খেলাটাই বড় চ্যালেঞ্জ। টি-টোয়েন্টির সেরা বোলার ওদের হাতে। রশিদ খান, মুজিবের বিপক্ষে দেখছেন কীভাবে ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছে! আমাদের এটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েই যেতে হবে। হালকাভাবে নেওয়ার সুযোগই নেই।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিরিজটা জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিটি ম্যাচ হবে স্থানীয় সময় রাত আটটায়।