বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে রাখছেন মুশফিক

আজ অনুশীলনে হাস্যোজ্জ্বল মুশফিক। ছবি: বিসিবি
আজ অনুশীলনে হাস্যোজ্জ্বল মুশফিক। ছবি: বিসিবি

দুদিন আগে ওমরাহ পালন করে আসা মুশফিকুর রহিমকে আজ বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল। গত মাসে বিসিএল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন। চোট থেকে অনেকটা সেরে উঠেছেন। লম্বা বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ক্রিকেটীয় ব্যস্ততা। মুশফিকও তৈরি হচ্ছেন লড়াইয়ে নামতে।

ব্যস্ত সূচির শুরুতে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফগানরা আছে আটে, বাংলাদেশ দশে। শুধু র‌্যাঙ্কিংয়ের হিসাবেই নয়, টি-টোয়েন্টিতে আফগানিস্তানের যে বোলিং আক্রমণ, নিজেদের কিছুটা পিছিয়েই রাখছেন মুশফিক, ‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক ভয়ংকর দল। ওরা এখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। সামনে তারা টেস্ট খেলবে। ওয়ানডেতেও তারা খুব ভালো খেলছে। এবার তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। ওদের পক্ষে সবকিছু থাকবে। চেনা মাঠে খেলবে তারা। সেদিক থেকে আমরা একটু পিছিয়েই থাকব।’

পিছিয়ে থাকার কথা বলে হয়তো চাপটা দূরে রাখতে চাইছেন মুশফিক। আফগানদের এগিয়ে রাখলেও গত মার্চে নিদাহাস ট্রফিতে নিজেদের সাফল্যের কথাও মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘গত সিরিজে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে খেলেছি শ্রীলঙ্কার মাটিতে, সেটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো, ভারতের বিপক্ষে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে এই সিরিজে (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজটা খেলবে অচেনা এক মাঠে। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়াম ৩ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পা রাখবে আন্তর্জাতিক অঙ্গনে। ভেন্যুর এই আন্তর্জাতিক অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান মুশফিক, ‘মাঠ অনেক সুন্দর শুনেছি। ভারতের মাঠ বিশ্বমানেরই হয়। ওরা মান ঠিক রাখে। মাঠটার অভিষেক হবে। আমরা চেষ্টা করব মাঠের অভিষেকে যেন ভালো কিছু করতে পারি।’

ভালো কিছু মানে অবশ্যই জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ একবারই আফগানদের মুখোমুখি হয়েছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছিলেন মুশফিকরা। দুই দলের সাক্ষাতের শেষ অভিজ্ঞতা দেখে অনুপ্রাণিত হতে পারেন মুশফিক।