পাকিস্তান দলের সোয়েটারে 'সবুজ' না থাকায় বিরক্ত আকরাম

কোনো ‘সবুজ’ নেই পাকিস্তান ক্রিকেট দলের সোয়েটারে। ছবি: এএফপি
কোনো ‘সবুজ’ নেই পাকিস্তান ক্রিকেট দলের সোয়েটারে। ছবি: এএফপি
>পাকিস্তানের টেস্ট দলের সোয়েটারে সবুজ রং নেই কেন, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। সবুজ রং পাকিস্তান ক্রিকেট দলের একধরনের ঐতিহ্য।

পাকিস্তানের টেস্ট দলের সোয়েটারে সবুজ রঙের ব্যবহার অনেক পুরোনো। ব্যাপারটা রীতিমতো ঐতিহ্যের পর্যায়েই চলে গেছে। কিন্তু হঠাৎ করেই সেই সবুজ উধাও হয়ে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে! ব্যাপারটা নিয়ে সমালোচনার ঝড়ই উঠেছে।
প্রশ্নটা তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার টুইটারে বাবর আজমের একটি ছবি পোস্ট করে প্রশ্ন করেছেন, ‘আমাদের সোয়েটারের সবুজ অংশটি কোথায়?’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে এ ব্যাপারে মুখ খোলেনি। পিসিবির নীরবতায় কিছুটা বিরক্ত হয়ে আকরাম আরও একটি টুইটে দলের পোশাকে সবুজের ঐতিহ্য ফেরানোর আহ্বান জানান, ‘গতকালের টুইটটির পরে অনেকেই সোয়েটারের সবুজ অংশটি বিকৃত করার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আমি কাউকেই দোষ দিতে চাচ্ছি না। আসলে আমরা অনেকেই এই ডিজাইনের পোশাকে ঐতিহ্য নিয়ে খেলে আসছিলাম। আশা করব পরবর্তী সময়ে এতেই আমরা সীমাবদ্ধ থাকব।’
আকরামের দ্বিতীয় টুইটে কাজ হয়। নড়েচড়ে বসে পিসিবি। পরে তারা একটি টুইটে ব্যাপারটি সংশোধন করার কথাও বলেছে, ‘ধন্যবাদ বিষয়টি ধরিয়ে দেওয়ার জন্য। আমরা গুরুত্বের সঙ্গেই বিষয়টি তদন্ত করে দেখব।’