মুশফিক লেগ স্পিন খেলার প্রস্তুতি নিচ্ছেন জুবায়েরকে খেলে

বিপিএলের সৌজন্যে রশিদ খানকে বেশ চেনা বাংলাদেশের খেলোয়াড়দের। ছবি: প্রথম আলো
বিপিএলের সৌজন্যে রশিদ খানকে বেশ চেনা বাংলাদেশের খেলোয়াড়দের। ছবি: প্রথম আলো
>আইপিএল ধারাবাহিক ভালো বোলিং করছেন। রশিদ খান দুর্দান্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলারকে খেলার প্রস্তুতি কীভাবে নিচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা?

আইপিএল ধারাবাহিক ভালো বোলিং করছেন। রশিদ খান দুর্দান্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার তো আর এমনি এমনি হননি। টি-টোয়েন্টির এক নম্বর বোলারকে মুশফিকদের খেলতে হবে কদিন পরই। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা পারবেন এ আফগান লেগ স্পিনারকে সামলাতে? তারা বসে নেই, প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবেই। মুশফিকুর রহিম জানিয়েছেন, রশিদের মোকাবিলার প্রস্তুতি তিনি সারছেন নেটে জুবায়ের হোসেনকে দিয়ে। 

একজন লেগ স্পিনারের শূন্যতা দূর করার প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন জুবায়ের। কিন্তু কক্ষচ্যুত হতেও সময় লাগেনি তাঁর। জাতীয় দলের দরজাটা বন্ধ থাকলেও জুবায়েরকে আপাতত কাজে লাগানো হচ্ছে জাতীয় দলের অনুশীলনে। ২২ বছর বয়সী এ লেগ স্পিনারের বোলিং প্রস্তুতিতে ভীষণ কাজে দিচ্ছে। নিজের ‘ফ্যান পেজে’র বর্ষপূর্তি অনুষ্ঠানে মুশফিক জানিয়েছেন তা, ‘এটা অনেক সহায়ক হয়ে থাকে। শুধু এই সিরিজে নয়, আপনারা যদি খেয়াল করেন আমরা যেকোনো সিরিজের আগেই প্রতিপক্ষের সেরা বোলার কী রকম হয়, ওই রকম নির্দিষ্ট বোলার আমাদের দেশে আছে কি না বা কাছাকাছি মানের আছে কি না, তাকে নিয়ে এসে চেষ্টা করি প্রস্তুতি নিতে। পুরোপুরি না হলেও অন্তত একটা অভ্যাসে পরিণত হয়। আর লিখন (জুবায়ের) আগের চেয়ে অনেক ভালো বোলিং করছে। গত তিন-চার দিন ওকে খেলেছি। আমার কাছে মনে হয়েছে সে এরই মধ্যে প্রমাণ করেছে। রশিদ খানের সঙ্গে মিল হলো ও (জুবায়ের) অনেক জোরে বোলিং করে। এই বলের অনুশীলনটা করলে অবশ্যই কাজে দেবে।’

শুধু জুবায়েরকে খেলেই রশিদের প্রস্তুতি নয়, মুশফিক বলছেন বিপিএল অভিজ্ঞতাও অনেক কাজে দেবে তাঁদের, ‘ম্যাচে এটা কাজে লাগানো ভিন্ন বিষয়। আর রশিদকে তো আমরা অনেকেই বিপিএলে খেলেছি। বিশেষ করে কুমিল্লায় (ভিক্টোরিয়ানস) যারা খেলেছে, যেমন ইমরুল-তামিম, আমরা ওদের সঙ্গেও কথা বলছি। চেষ্টা করছি যতটুকু তথ্য পাওয়া যায়। এটা টি-টোয়েন্টি সংস্করণ। যে বোলারই হোক, আমাদের অবশ্যই রান তোলার জন্য খেলতে হবে। আমার মনে হয়, যথেষ্ট মানসম্পন্ন ব্যাটসম্যান আমাদের আছে। আশা করছি দারুণ একটা সিরিজ হবে।’