শেষ চারের আরও কাছে কলকাতা

কলকাতার লক্ষ্যটা সহজ ছিল, সেটি কঠিন হতে দেননি ক্রিস লিন। ছবি: এএফপি
কলকাতার লক্ষ্যটা সহজ ছিল, সেটি কঠিন হতে দেননি ক্রিস লিন। ছবি: এএফপি

মাঠের লড়াইয়ের মতো আইপিএলের পয়েন্ট তালিকাটাও কম জমজমাট নয়। শেষ চারের লড়াইয়ের জন্য এই মুহূর্তে লড়তে হচ্ছে পাঁচটি দলকে। এই পাঁচ দলের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও। আজ ইডেন গার্ডেনে শেষ চারের আরও কাছে যাওয়ার লড়াইয়েই নেমেছিল দুই দল। রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল কলকাতা।

অপরাজিত ৪১ রান খেলে দলকে জিতিয়ে ফেরা কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক এ জয়ে বড় ধন্যবাদ দেবেন বোলারদের। কুলদীপ যাদব-আন্দ্রে রাসেলদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান অলআউট ১৪২ রানে। ৪ ওভারে ২০ রান দিয়ে শুধু কৃপণ বোলিং নয়, কুলদীপ উইকেট তুলে নিলেন ৪টি। ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট রাসেলের। কলকাতার দুই বোলার যেভাবে টেনে ধরলেন, রাজস্থান বড় স্কোর গড়বে কীভাবে!

দলকে জিতিয়ে ফিরেছেন কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। ছবি: এএফপি
দলকে জিতিয়ে ফিরেছেন কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। ছবি: এএফপি

বোলাররা অনেকটা এগিয়ে দিয়েছেন, কলকাতার ব্যাটসম্যানরা সেটিরই পূর্ণতা দিয়েছেন। তবে রাজস্থানের বেন স্টোকস কাজটা একটু কঠিন করে তুলতে চেয়েছিলেন। তাতে কাজ হয়নি। ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৫ রানে ৩ উইকেট, ইংলিশ অলরাউন্ডারের অসাধারণ বোলিং বৃথাই গেছে। ক্রিস লিন আর কার্তিকের সতর্ক ব্যাটিং কলকাতাকে জয়ের প্রান্তে নিয়ে গেছে। স্টোকসের শিকার হয়ে লিন ৪৫ রানে আউট হলেও কার্তিক টিকে ছিলেন শেষ পর্যন্ত।

প্লে অফের আগে কলকাতার আরেকটি ম্যাচ বাকি, ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। ১৪ এপ্রিল ইডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। এবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের উঠানে কলকাতাকে আরও চেপে ধরার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের।