তাসকিন থাকছেন না, সঙ্গে একজন ব্যাটসম্যানও?

আফগানিস্তান সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা করবে না বাংলাদেশ। ছবি: প্রথম আলো
আফগানিস্তান সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা করবে না বাংলাদেশ। ছবি: প্রথম আলো

পরশু মিনহাজুল আবেদীনের হাতে একটা কাগজ। সেটির দিকে সাংবাদিকদের উৎসুক দৃষ্টি দেখে বিসিবির প্রধান নির্বাচকের রসিকতা, ‘আফগানিস্তান সিরিজের দল এখানে।’ সাংবাদিকেরা আরেকটু উৎসাহী হতেই কাগজটা লুকিয়ে ফেললেন। মুখে তাঁর রহস্যের হাসি, ‘বেশি অপেক্ষায় রাখব না। (বিসিবি) সভাপতির স্বাক্ষর হয়ে গেলেই দু-এক দিনের মধ্যে দিয়ে দেব।’

আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় দল ঘোষণাটা একটু বিলম্বিত হলো। কালই হয়তো জানিয়ে দেওয়া হবে আফগানিস্তান সিরিজের দল। পরশুই প্রধান নির্বাচক মিনহাজুল জানিয়েছিলেন, জাতীয় দলের নিবিড় অনুশীলনের সুযোগ করে দেওয়া আর হাইপারফরম্যান্স বিশেষ পেস বোলিং স্কোয়াডের কাজ শুরু করতে ৩১ জনের প্রাথমিক দলটা ছোট করার সময় হয়ে এসেছে।

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাইছে না বাংলাদেশ। দু-একটি পরিবর্তন এনে মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রায় নিদাহাস ট্রফির দলটাকেই হয়তো আফগানদের বিপক্ষে পাঠানো হবে। দু-একটি পরিবর্তনের মধ্যে তাসকিন আহমেদের না থাকাটা অনেকটাই নিশ্চিত। পিঠের চোটে পড়া ২৩ বছর বয়সী পেসার নিজেই জানিয়েছেন, তিনি শতভাগ ফিট নন। পুরোপুরি ফিট ছিলেন না নিদাহাস ট্রফিতেও। এই মুহূর্তে চলছে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। আফগানিস্তান সিরিজে তাসকিনকে তাই থাকতে হতে পারে দলের বাইরে।

নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন একজন ব্যাটসম্যানও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘আফগানিস্তান সিরিজে আমরা খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছি না। নিদাহাস ট্রফির দলটাই প্রায় রাখতে চাচ্ছি। তবে ওই (নিদাহাস ট্রফির) স্কোয়াড থেকে একজন ব্যাটসম্যানকে হয়তো (ভারতে হতে যাওয়া আফগানিস্তান সিরিজে) পাঠাব না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ যেহেতু সামনে, দলের সঙ্গে ভারতে গিয়ে সে তেমন কাজ করার সুযোগ পাবে না। শুধু শুধু দলের সঙ্গে না গিয়ে দেশেই সে প্রস্তুতি নেবে।’

সেই ‘টেস্ট ব্যাটসম্যান’টা কে? ইঙ্গিতটা কি ইমরুল কায়েসের দিকে?