নেইমার পিএসজিতে যোগ দিয়ে ভুল করেছে, বললেন রিভালদো

নেইমার ও কুতিনহো। ছবি: রয়টার্স
নেইমার ও কুতিনহো। ছবি: রয়টার্স

বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়া কি ঠিক হয়েছে? দল বদলের নয় মাস পরে এসেও বিশ্ব ফুটবলে এটা কোটি টাকার প্রশ্ন। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে দিতে হচ্ছে এ প্রশ্নে ব্যক্তিগত অভিমত। এই তালিকায় এবার যোগ দিলেন ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার রিভালদো। তাঁর মতে, নেইমারের বার্সেলোনা ছাড়াটা ঠিক হয়নি।

গত আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। অনেক বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি নতুন দলে যোগ দিলেও অনেকেই ছিলেন এই সিদ্ধান্তের বিপক্ষে। অনেকের যুক্তি ছিল, স্প্যানিশ ফুটবলের চেয়ে অনেক পিছিয়ে ফরাসি ফুটবল। তাই নেইমারের প্যারিসে না যাওয়াই ভালো। সেই কথাই বললেন ১৯৯৯ ফিফা বর্ষসেরা ফুটবলার রিভালদো, ‘পিএসজি শক্তিশালী দল। কিন্তু ইউরোপে তারা এখনো নিজেদের শক্তিমত্তা প্রমাণ করতে পারেনি। তাদের চ্যাম্পিয়নস লিগে কোনো ঐতিহ্য নেই। ফ্রেঞ্চ লিগ ইংলিশ, স্প্যানিশ বা জার্মান লিগের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক নয়। সে জন্য আমি মনে করি সে (নেইমার) ভুল করেছিল। যদিও আর্থিকভাবে নেইমার ও তার পরিবার লাভবান হয়েছে।’

ইতিমধ্যে প্যারিসে গিয়ে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন নেইমার। ১৯ ম্যাচে ২০ গোল করে ও ১৩ গোল ‘অ্যাসিস্ট’ করে হয়েছেন লিগ ওয়ানের সেরা খেলোয়াড়। কিন্তু পিএসজিতে খেলে বিশ্বসেরা ফুটবলার হওয়া সম্ভব নয় বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা, ‘ব্যালন ডি অর জিততে হলে তাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে। সঙ্গে আরও কিছু। কিন্তু শুধু কাপ জয় দিয়ে হবে না।’

নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে রিভালদোর যেমন অসন্তুষ্টি, ঠিক তেমনি লিভারপুল ছেড়ে কুতিনহোর বার্সেলোনায় যোগ দেওয়াকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন রিভালদো, ‘আমি নিশ্চিত বার্সেলোনাতে আসতে পেরে কুতিনহো সুখী। সে লিভারপুলের হয়ে কিছুই জিততে পারেনি। কিন্তু বার্সেলোনায় এসে ইতিমধ্যে লা লিগা ও কোপা ডেল রে দুটি ট্রফি জিতেছে।’