'সিরিয়াল উইনার' কন্তে থাকবেন না চেলসিতে?

চেলসির হয়ে কন্তের কি এটাই শেষ ট্রফি নিয়ে উদ্‌যাপন? ছবি: রয়টার্স
চেলসির হয়ে কন্তের কি এটাই শেষ ট্রফি নিয়ে উদ্‌যাপন? ছবি: রয়টার্স


আন্তোনিও কন্তে কাপ জেতেন না। এটা একদম ধ্রুব সত্য হয়ে উঠেছিল। জুভেন্টাসের হয়ে হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছেন, কিন্তু এ তিন মৌসুমে একবারও ইতালিয়ান কাপ জেতেননি। ইংল্যান্ডে এসে দুর্দান্ত ফুটবলে সবাইকে চমকে দিয়ে অনায়াসে লিগ জিতেছেন। কিন্তু এর চেয়েও বেশি চমক জাগালেন এফএ কাপে আর্সেনালের কাছে তাঁর দল চেলসি হেরে যাওয়ায়। সে কারণেই গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসিকে ফেবারিট ভাবা হচ্ছিল না। কিন্তু কন্তের চেলসি ১-০ ব্যবধানে জিতে ঠিকই বুঝে নিল এবারের এফএ কাপ শিরোপা!

এটাই হয়তো চেলসিকে দেওয়া কন্তের শেষ উপহার। প্রথম মৌসুমে দলকে লিগ এনে দিয়েছেন। কিন্তু এ মৌসুমে চরম ব্যর্থ। শুধু লিগই হারাননি, পঞ্চম হয়ে চেলসির চ্যাম্পিয়নস লিগে খেলার আশাটাও শেষ হয়ে গেছে। এ ছাড়া দলবদল নিয়ে অসন্তুষ্টির কথা বলে ক্লাব কর্তৃপক্ষকে খেপিয়ে তুলেছেন। তাই আগামী মৌসুমে কন্তেকে চেলসির ডাগ আউটে দেখার সম্ভাবনা কম। ইতালিয়ান কোচ অবশ্য জানিয়ে দিয়েছেন, চেলসির সঙ্গে থাকুন বা না থাকুন এ ক্লাব তাঁর হৃদয়ে থাকবে, ‘আমিই সবার আগে ভবিষ্যতের সব সিদ্ধান্ত মেনে নেব। কারণ দুই মৌসুম কাটানোর পর আমি সব সময় এ জার্সিকে , এ সমর্থকদের, এ ক্লাবকে ভালোবাসব। যদি আমার ভবিষ্যৎ ভিন্ন কোনোদিকে যায়, তবুও। আমার মনে হয়, দুই বছর পর ক্লাব আমাকে ভালোভাবেই চেনে। তারা যদি আমার সঙ্গে কাজ করা চালিয়ে যেতে চায় তবে তারা জানে, আমি বদলাব না।’

গতকালের ম্যাচে আবারও কন্তের টেকনিক্যাল ক্ষমতা দেখেছে সবাই। হোসে মরিনহো শুরুতে দলকে নেতিবাচক খেলিয়েছেন। কিন্তু এডেন হ্যাজার্ডের অসাধারণ এক মুভমেন্টেই ম্যাচের মীমাংসা হয়ে গেছে। ২২ মিনিটের পেনাল্টিতে হ্যাজার্ড এগিয়ে দিয়েছেন। বাকি সময় অনেক চেষ্টা করেও চেলসির রক্ষণ ভাঙতে পারেননি মরিনহো। দলকে এভাবে ট্রফি এনে দিয়ে কন্তে বলছেন, তিনি একজন বিজয়ী। এবং দলকে সব সময় সাফল্য এনে দেবেন তিনি, তবে তাঁকে তাঁর মতো চলতে দিতে হবে, ‘আমার কাজ করার ধরন সব সময় এক থাকবে। কঠোর পরিশ্রম এবং খেলোয়াড়দের মধ্যে শক্ত মানসিকতা সৃষ্টি করা। আমি বদলাব না। আমি এমনই এবং একজন খেলোয়াড় ও কোচ হিসেবে আমি কেমন সেটা আমার অতীতই বলে দেয়। আপনারা যা ইচ্ছা বলুন, কিন্তু আমি একজন ধারাবাহিক বিজয়ী (সিরিয়াল উইনার)। ইংল্যান্ডে এসে ক্লাবে কঠিন সময়ে সেটা আমি দেখিয়েছি। আজও সেটা দেখিয়েছি। কারণ আমরা এ ট্রফি জেতার উপায় খুঁজে পেয়েছি।’

কন্তের ইঙ্গিত যে চেলসির মালিক পক্ষের দিকে সেটা তো বোঝাই যাচ্ছে। তবে চেলসি থেকে বিদায় যদি নিতেও হয়, তবু তৃপ্তি নিয়েই যাবেন কন্তে, ‘কখনো কখনো এমন মুহূর্ত আসে, যখন আপনি নিজেকে নিয়েও প্রশ্ন তোলেন। এ মৌসুমে এভাবে জয় পাওয়াটা তাই আমাকে অতীতের জয়ের চেয়ে বেশি তৃপ্তি দিয়েছে।’