আফগানিস্তান সিরিজে যে কারণে সুযোগ পেলেন মোসাদ্দেক

>
কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেই দলে সুযোগ পেলেন। ফাইল ছবি
কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেই দলে সুযোগ পেলেন। ফাইল ছবি

গত মাসে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সুযোগ পেয়েছেন আফগানিস্তান সিরিজে। প্রধান নির্বাচক জানিয়েছেন, মিরাজের বিকল্প হিসেবে তাঁকে নেওয়া। আর মোসাদ্দেক আফগানিস্তান সিরিজটা দেখছেন চ্যালেঞ্জ হিসেবে।

এক মাসের মধ্যে দুই রকম অভিজ্ঞতা হলো মোসাদ্দেক হোসেনের। গত মাসে মন খারাপের মতো খবর পেলেন, বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। আজ পেলেন মন ভালো করার খবর—সুযোগ পেয়েছেন আফগানিস্তান সিরিজে।

মোসাদ্দেককে কেন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে, এ নিয়ে অনেক প্রশ্নই হয়েছে। সেটির কারণও আছে। ২০১৭ সালের মার্চে কলম্বোয় শততম টেস্টে অসাধারণ ব্যাটিং, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পর মোসাদ্দেক হঠাৎ দৃশ্যপট থেকে আড়াল হয়ে গেলেন চোখের সংক্রমণে পড়ে। ছন্দে ফিরতে তাঁকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে কি না, সেটা নিয়েই প্রশ্ন।

চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেককে ফেরানো নিয়ে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে। মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় আছে আমাদের। এখন পর্যন্ত মিরাজ শতভাগ ফিট নয়। ধীরে ধীরে ওর অবস্থার উন্নতি হচ্ছে। মিরাজের বিকল্প হিসেবে মোসাদ্দেক হোসেনকে সুযোগ দেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও মোসাদ্দেক কীভাবে নির্বাচকদের বিবেচনায় এসেছেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন মিনহাজুল, ‘ওটা অন্য বিষয় (চুক্তি)। আমরা মনে করছি, টি-টোয়েন্টিতে ভালো বোলিং করার যথেষ্ট দক্ষতা আছে মোসাদ্দেকের। ও যথেষ্ট প্রতিভাবান। মাঝখানে একটু ছন্দপতন হয়েছিল। এ মুহূর্তে ফিটনেসসহ নানা বিষয়ে ওকে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দলে ফের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়া জানতে মোসাদ্দেকের সঙ্গে যখন মুঠোফোনে যোগাযোগ করা হলে এতটুকুই বললেন, ‘ভালো তো লাগছেই। এত দিন পর ফিরলাম, এই সিরিজটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ। কদিন আগে চুক্তি থেকে বাদ পড়েছিলাম, নিজেকে ফিরে ফেতে সুযোগটা আত্মবিশ্বাস জোগাবে।’