লম্বা বিরতিতে মোসাদ্দেক আরও পরিণত

মোসাদ্দেক হোসেন। প্রথম আলো ফাইল ছবি
মোসাদ্দেক হোসেন। প্রথম আলো ফাইল ছবি
দুই বছর আগে আফগানদের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। সেই আফগানদের বিপক্ষেই বিরতি দিয়ে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। দেরাদুনে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অন্য মোসাদ্দেককে পাওয়ার আশা করতেই পারে বাংলাদেশ


মেহেদী হাসান মিরাজের বিকল্প হিসেবে আফগানিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০১৬ সালে এই আফগানদের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। এবার তাঁদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বাংলাদেশ দলে ফিরলেন এই অলরাউন্ডার। মাঝে চোখের সংক্রমণ তাঁকে বিবেচনার বাইরে নিয়ে গেলেও দলে ফিরে মোসাদ্দেক কিন্তু অনেকটাই পরিণত। ২২ বছর বয়সী এই তরুণের সাফ কথা, ক্রিকেট কথা দিয়ে হয় না। মাঠে খেলতে হয়।

অর্থাৎ, মোসাদ্দেক নিজের বিশ্বাসটাই বাস্তবে রূপ দিতে চান। কথা নয়, কাজ দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভালো করায় আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। এখন অপেক্ষা আফগানিস্তান সিরিজে নিজের আত্মবিশ্বাসটা ঝালিয়ে নেওয়ার।
এমন একটা দলের বিপক্ষে তিনি ফিরছেন যারা ক্রিকেটীয় ঐতিহ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। ব্যাপারটা নিয়ে মোটেও ভাবছেন না মোসাদ্দেক, ‘কথা দিয়ে যদি ক্রিকেট খেলা যেত তাহলে তো ভালোই হতো। কথা দিয়ে ক্রিকেট হয় না। ক্রিকেটটা মাঠেই খেলতে হয়।’ অর্থাৎ, তিনি মনে করেন কাগজে-কলমে এগিয়ে থাকার চেয়ে মাঠে ভালো খেলাটাই এখানে গুরুত্বপূর্ণ।
আফগানিস্তানের বিপক্ষেই দুই বছর আগে ওয়ানডেতে অভিষেক মোসাদ্দেকের। এবার তাঁদের বিপক্ষেই দলে ফেরাটা তাঁকে আলাদা কোনো প্রেরণা জোগাচ্ছে হয়তো। তবে মোসাদ্দেকের ভাবনাটা অন্যরকমই, ‘ওইভাবে চিন্তা করিনি। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটেছে। সেভাবে ভাবলে আগে জিম্বাবুয়ে পরে আফগানিস্তান। এমন কিছু কখনো ভাবি না। তাঁরা ভালো প্রতিপক্ষ। নিজের শক্তিটা বাড়াতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে।’
রঙিন পোশাকে মোসাদ্দেক বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলছিলেন ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। প্রায় এক বছরের এই বিরতিটা মোসাদ্দেকের কাছে মোটেও ছোট নয়, ‘অনেক বড়, প্রায় এক বছর পর আমি আবার রঙিন পোশাকে খেলব বাংলাদেশ দলের হয়ে। আমার কাছে এটাই ভালো লাগার বিষয়। নতুন সুযোগ আমার জন্য।’
লম্বা এই বিরতিটাই যে মোসাদ্দেককে আরও পরিণত করেছে সেটা বোঝা গেল তাঁর কথায়, ‘যদি আমি চিন্তা করি অনেক কিছুই করে ফেলব তাহলে কিছুই হবে না। আমি যদি চিন্তা করি আমি আমার জায়গায় থাকব, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই খেলব, তাহলে হয়তো অনেক কিছুই হতে পারে।’
অভিযোগ রয়েছে মোসাদ্দেক পেস বোলিংয়ের বিপক্ষে খুব একটা স্বচ্ছন্দ নন। কিন্তু এই অভিযোগটির জবাবে যেন সপাটে ড্রাইভ করলেন তিনি, ‘আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৫-২৬টা ম্যাচ খেলেছি। এর মধ্যে তিন থেকে চারটা হয়তো দেশের মাটিতে। বাকি সব ম্যাচ দেশের বাইরে। আমার যে সফলতাগুলো আছে সবই দেশের বাইরে। ওখানে স্পিনারদের চেয়ে পেসারদের বিপক্ষেই বেশি খেলেছি। এখন আপনারাই বলতে পারবেন আমি পেসে ভালো না খারাপ!’
ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে।