আর্জেন্টিনা দলে থাকছেন দিবালা, জায়গা হয়নি ইকার্দির?

দলে সুযোগ হচ্ছে না ইকার্দির? ছবি: রয়টার্স
দলে সুযোগ হচ্ছে না ইকার্দির? ছবি: রয়টার্স

আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো ঘোষণা করেননি কোচ হোর্হে সাম্পাওলি। আজই সে ঘোষণা আসার কথা। কিন্তু গতকালই নাকি সে দল ফাঁস হয়ে গেছে। অন্তত দেশটির সম্প্রচার সংস্থা টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, সাম্পাওলির গোপন তালিকা তাদের হাতে চলে এসেছে।

বিশ্বকাপের দল নিয়ে আর্জেন্টিনার মানুষের আগ্রহ আসলে দুজনকে নিয়ে—পাওলো দিবালা ও মাওরো ইকার্দি। তরুণ এই দুই স্ট্রাইকার দলে জায়গা পান কি না, এ নিয়েই যত আলোচনা। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইদানীং বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া দিবালা ঠিকই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে। আর ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগে টেনে তোলা ইকার্দির সুযোগ হয়নি স্কোয়াডে। এবার লিগে ৩৪ ম্যাচে ২৯ গোল করার পরও নাকি সাম্পাওলির মন গলাতে পারেননি ইকার্দি। ইউরোপের সব লিগে এক মেসি ছাড়া অন্য কোনো ফরোয়ার্ডেরই এত গোল নেই।

আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপের পর আরেকবার শিরোপা উৎসব করতে চাইলে শুধু মেসি নয়, আরও কয়েকজনকে দায়িত্ব নিতে হবে। ফর্মে থাকা ইকার্দিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে অনেক ভেবেচিন্তেই নিতে হবে সাম্পাওলিকে।

ফাঁস হওয়া খবর অনুযায়ী আর্জেন্টিনার বিশ্বকাপ দল

গোলরক্ষক : সার্জিও রোমেরো, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো
ডিফেন্ডার : ক্রিস্টিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, হাভিয়ার মাচেরানো, ফেডেরিকো ফ্যাজিও।
মিডফিল্ডার : এভার বানেগা, লুকাস বিলিয়া, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান প্যাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।