এবারের আইপিএলটা ভুলে যেতেই পারেন রোহিত

ব্যাট হাতে এক ভুলে যাওয়ার মতো মৌসুম খেলেছেন রোহিত শর্মা। ছবি: এএফপি
ব্যাট হাতে এক ভুলে যাওয়ার মতো মৌসুম খেলেছেন রোহিত শর্মা। ছবি: এএফপি

আইপিএলের শেষ চার নির্ধারিত হয়েছে শেষ দিনের খেলায়। গত মৌসুমের জয়ী দল মুম্বাই ইন্ডিয়ানসের জায়গা হয়নি শেষ চারে। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে শিরোপার লড়াইয়ে থাকতে ব্যর্থ মুম্বাই। দলের ব্যর্থতার মধ্যেও রোহিতকে বেশি পোড়াচ্ছে নিজের ব্যর্থতা। আইপিএলে প্রথমবারের মতো ৩০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি এই ভারতীয় তারকা।
২০১৮ মৌসুমে রোহিত শর্মা করেছেন ২৩.৪৩ গড়ে মাত্র ২৮৬ রান। মাত্র ২ ম্যাচে পার করতে পেরেছেন পঞ্চাশের ঘর। সর্বোচ্চ ৯৪ রান। এটিই আইপিএলে নিজের সবচেয়ে বাজে মৌসুম। এর আগে কখনোই ৩০০ রানের নিচে তাকে মৌসুম শেষ করতে হয়নি।
আইপিএলে রোহিত শর্মার সেরা মৌসুম ২০১৩। সেবার ১৯ ম্যাচে খেলে করেছিলেন সর্বোচ্চ ৫৩৮ রান। পাঁচ বছর আগে তাঁর ওপর ভর করেই প্রথমবারের মতো আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস। ১১ মৌসুমের মধ্যে পাঁচটি মৌসুমে ৪০০ রানের বেশি আছে তাঁর। এ ছাড়া ২০১৬ মৌসুমে প্রায় ৫০০ রানের কাছাকাছি চলে গিয়েছিলেন রোহিত। ৪৮৯ রান করেও সেই মৌসুমে শেষ চার নিশ্চিত করতে পারেনি মুম্বাইয়ের। সেবারও পঞ্চম হয়ে আইপিএল শেষ করতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে।