রিয়ালের প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় চটেছেন বেল

চ্যাম্পিয়ন হয়েও বেলের মুখ ভার। চটেছেন জিদানের ওপর। ছবি: এএফপি
চ্যাম্পিয়ন হয়েও বেলের মুখ ভার। চটেছেন জিদানের ওপর। ছবি: এএফপি
>

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের প্রথম একাদশে জায়গা না পাওয়ায় কোচ জিনেদিন জিদানের ওপর বেশ চটেছেন বেল। ম্যাচ শেষে কোচের প্রতি উগরে দিয়েছেন নিজের ক্ষোভ।

চ্যাম্পিয়নস লিগে ১৩তম শিরোপা জয়ের নায়ক গ্যারেথ বেলকে মনে রাখবে রিয়াল মাদ্রিদ। কিন্তু বেলের মনে অন্য কিছু। রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে ভালোভাবেই ভাবছেন এই ওয়েলশ ফুটবলার। মৌসুম শেষে এজেন্টের সঙ্গে আলোচনায় বসবেন এই উইঙ্গার। আলোচনাটা যে রিয়াল ছাড়ার তা না বলাই বাহুল্য। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের একাদশে জায়গা না পাওয়ায় কোচ জিনেদিন জিদানের ওপর ক্ষুব্ধ বেল।
ম্যাচ শুরুর আগে বেঞ্চের সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেননি। তখনই গুঞ্জন উঠেছিল, সম্ভবত অভিমান থেকেই বেল অনুশীলন করেননি। রিয়াল তারকার মাঠের খেলায় অবশ্য তা বোঝা যায়নি। তাঁর প্রথম গোলটা নিঃসন্দেহে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা। পরের গোলে অবশ্য লিভারপুল গোলরক্ষক লরিস ক্যারিয়াসের অবদানই বেশি। তবে রিয়ালের শিরোপা জয়ের উল্লাসের মধ্যেও বেল কিন্তু তাঁর হতাশা লুকিয়ে রাখেননি, ‘প্রতি সপ্তাহেই খেলতে চাই। কিন্তু এই মৌসুমে তা ঘটেনি।’

২০১৩ সালে ৮৫.৩ মিলিয়ন পাউন্ডে (তখনকার বিশ্ব রেকর্ড) টটেনহাম ছেড়ে রিয়ালে যোগ দেন ২৮ বছর বয়সী এই উইঙ্গার। প্রথম দুই মৌসুমে নিয়মিত খেললেও চোটের থাবায় জর্জরিত হয়েছে তাঁর রিয়াল ক্যারিয়ার। মার্কো এসেনসিওকে নিয়মিত খেলানোয় তাঁকে চলে যেতে হয়েছ সাইড বেঞ্চে। মৌসুম শেষে জিদান বেলকে বেচে দিতে পারেন, এ গুঞ্জনও উঠেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পর বেল নিজেই হয়তো রিয়াল ছেড়ে দিতে পারেন। অন্তত তাঁর কথায় সেরকম ইঙ্গিতই রয়েছে, ‘মৌসুম শেষে এজেন্টের সঙ্গে বসে কথা বলতে হবে।’

ফাইনালে রিয়ালের প্রথম একাদশ নিয়ে বেল অসন্তুষ্ট। তাঁকে বেঞ্চে রেখেই দল মাঠে নামিয়েছেন জিদান। ৬১ মিনিট ইসকোর বদলি হয়ে মাঠে নামার ২ মিনিট ২ সেকেন্ড পরই অবিশ্বাস্য ওভারহেড কিকে গোল করেন বেল। ৮৩ মিনিটে করেছেন আরও একটি গোল। রিয়ালের শিরোপা জয়ে মূল ভূমিকা রাখায় বেল খুশি হলেও জিদানের প্রতি অসন্তুষ্টি তিনি বিটি স্পোর্টের কাছে লুকিয়ে রাখেননি, ‘চোটের কারণে পাঁচ-ছয় সপ্তাহ বাইরে ছিলাম। কিন্তু তারপর থেকেই আমি ফিট। প্রথম একাদশে থাকতে না পারায় অবশ্যই খারাপ লেগেছে। আমি প্রথম একাদশে থাকার ব্যাপারে যথেষ্ট উপযুক্ত ছিলাম, যোগ্য ছিলাম। কিন্তু এটার সিদ্ধান্ত তো নেন কোচ।’
রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগজয়ী বেলের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। গুঞ্জন রয়েছে, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে বেল যোগ দিতে পারেন বায়ার্ন মিউনিখে। ব্রিটিশ সংবাদমাধ্যম অবশ্য বেলকে ম্যানচেস্টার ইউনাইটেডে দেখেছে। তবে বেল নিজেকে কোথায় দেখছেন তা কে জানে!