ক্যারিয়াস পাশেই পাচ্ছেন ক্লপকে

ক্যারিয়াসের প্রতি সমব্যথি লিভারপুল কোচ।
ক্যারিয়াসের প্রতি সমব্যথি লিভারপুল কোচ।
>

এমন ভুল কেউ করে! লিভারপুল গোলরক্ষক ক্যারিয়াস তা করলেন, যে ভুলে খান খান লিভারপুলের স্বপ্ন। রাতে ঘুমিয়েছেন তো ক্যারিয়াস! লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য পাশেই দাঁড়াচ্ছেন নিজ দলের গোলরক্ষকের।

লরিস ক্যারিয়াস রাতে ঘুমাতে পেরেছেন কি না, কে জানে! পাড়ার ফুটবলেও কোনো গোলরক্ষক ক্যারিয়াসের মতো ভুল করলে রাতে ঘুমাতে পারতেন না। ক্যারিয়াসের ভুলটা তো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। লিভারপুলের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাওয়া ওই দুটি ভুল ক্যারিয়াসকে যে বাকি জীবনটা খোঁচাবে, তাতে কোনো সন্দেহ নেই।

প্রথমে করিম বেনজেমাকে যে গোলটা উপহার দিলেন, সে ধরনের গোল ফুটবল মাঠে খুব বেশি দেখা যায় না। আর গ্যারেথ বেলের দ্বিতীয় গোলটি তো ছিল একজন গোলরক্ষকের নিয়মিত গ্রিপ। যে গ্রিপে বল লুফে নিতে কোনো গোলরক্ষকেরই ‘লেভ ইয়াসিন’ হওয়ার প্রয়োজন পড়ে না।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ হতভম্বই হয়ে গেছেন তাঁর দলের গোলরক্ষকের এমন দুটি বাজে ভুলে। কিন্তু তিনি ব্যাপারটাকে দেখতে চান কোনো খেলার অংশ হিসেবেই, ‘আমি এটা নিয়ে কী বলব, কী-ই-বা বলতে পারি! সবাই তো দেখেছেন। যে ভুল দুটি ক্যারিয়াস করেছে, সেটা সত্যিই ভয়াবহ। সবচেয়ে বড় কথা ভুল দুটো হলো এমন একটা ম্যাচে, দারুণ একটা মৌসুম কাটানোর পর। আমি অবশ্য ক্যারিয়াসের প্রতি যথেষ্ট সমব্যথি। দুর্দান্ত একটা ছেলে সে!

ক্লপ মনে করেন, বেনজেমাকে প্রথম গোলটা উপহার দিয়েই ক্যারিয়াসের আত্মবিশ্বাস চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, ‘আমি মনে করি দ্বিতীয় গোলটা (বেলের) এসেছে প্রথম গোলের (বেনজেমা) কারণেই। প্রথম গোলটা যেভাবে হয়েছে, এ ধরনের ম্যাচে সেই দুঃস্বপ্ন থেকে নিজেকে বের করে নিয়ে আসা সত্যিই খুব কঠিন।’

মোহাম্মদ সালাহকে ম্যাচের ৩০ মিনিটে হারিয়ে ফেলাটাই ম্যাচে বড় প্রভাব রেখেছে বলে মনে করেন লিভারপুল কোচ, ‘রামোসের সঙ্গে সংঘর্ষে সালাহর আহত হওয়া আর মাঠের বাইরে চলে যাওয়াটা দলের জন্য ধাক্কা হয়ে এসেছিল। আপনারা সবাই লক্ষ করেছেন নিশ্চয়ই, সালাহ উঠে যাওয়ার পরই কিন্তু রিয়াল ম্যাচের লাগামটা নিজেদের হাতে তুলে নেয়।’

ক্যারিয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারলেন ক্লপ। ব্যাপারটা দুঃখজনক হলেও এই জার্মান কোচ তা মেনে নিচ্ছেন। তবে গতকালকের হারের জন্য ভাগ্যকেই দুষছেন তিনি, ‘ফাইনালটা জেতার জন্যই খেলতে হয়। আমরা এই ম্যাচে শুরুটা দুর্দান্তই করেছিলাম, শুরুটা তেমনই হয়েছিল, যেমনটা আমরা চেয়েছিলাম। বেলের বাই সাইকেল কিকের গোলটা ছিল অবিশ্বাস্য। মোট কথা, আজ রাতের চিত্রনাট্যটা কোনোমতেই আমাদের জন্য ছিল না।’