রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিতে চলছে ঝড়

পঞ্চম চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরও দলবদলের ইঙ্গিত রোনালদোর? ছবি: রয়টার্স
পঞ্চম চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরও দলবদলের ইঙ্গিত রোনালদোর? ছবি: রয়টার্স

পাঁচটি ইউরোপসেরার ট্রফি জয়? এ আর এমন কী! ফুটবল ইতিহাসে ১১ জন খেলোয়াড়ের এ রেকর্ড আছে। এর মাঝে পাকো গেন্তো তো আরও এক কাঠি সরেস! ৬ ট্রফি নিয়ে ঈর্ষান্বিত করেন অন্যদের। কাল পাঁচটি ইউরোপসেরা ট্রফি পাওয়াদের তালিকায় যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এঁদের মধ্যে রোনালদোর কৃতিত্ব অবশ্য কিছুটা হলেও অনন্য। তাঁর জেতা সব কটি ট্রফির নামই চ্যাম্পিয়নস লিগ। পাওলো মালদিনির মতো ফুটবলারেরও যে এ সৌভাগ্য হয়নি।

ইতিহাসে নাম লেখানোর দিনে দারুণ উচ্ছ্বসিত রোনালদো। বারবার বলেছেন, ফাইনালে গোল না পেলেও তাঁর কিছু আসে–যায় না। এমন এক অর্জনেই তৃপ্ত তিনি। তবু ম্যাচ শেষের কথোপকথনে একটু অন্য রকম কথা শোনালেন রোনালদো, ‘রিয়াল মাদ্রিদে থাকার অনুভূতিটা দারুণ ছিল। আগামী দিনে ভক্তদের আমি একটা জবাব দেব, যারা সব সময় আমার পাশে ছিল।’ বিইন স্পোর্টসকে দেওয়া এই সাক্ষাৎকারে রিয়াল সম্পর্কে অতীতকালের প্রসঙ্গ টানা আর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সুর ভাবনায় ফেলেছে সমর্থকদের।

এ ব্যাপারে সবার আগেই কথা হয়েছে জিনেদিন জিদানের সঙ্গে। প্রথম কোনো কোচ হিসেবে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড গড়ে আপ্লুত জিদান অবশ্য এ নিয়ে ভাবতেই চাইলেন না। রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদের কথা যে চিন্তাও করতে পারেন না এই ফরাসি কিংবদন্তি, ‘এ নিয়ে আমি চিন্তা করছি না। আমরা এখন যা নিয়ে ভাবছি, যা নিয়ে ভাবব—সবই আজকের ম্যাচ নিয়ে, এ অর্জন নিয়ে। এখন সব নজর সেখানেই থাকবে, তারপর দেখব। রোনালদোকে রিয়ালে থাকতেই হবে। রোনালদো রিয়ালেই থাকবে, তবে আমাদের অপেক্ষা করতে হবে। আমার মতে সে রিয়ালের খেলোয়াড়। এবং সে ক্যারিয়ারে যা করেছে সেটা বর্ণনাতীত।’

দলবদলের ভাবনায় কোচ হয়তো খুব গুরুত্বপূর্ণ, তবে মূল সিদ্ধান্ত কিন্তু ক্লাব সভাপতিই নেবেন। ফ্লোরেন্তিনো পেরেজের কাছেই তাই সবাই ছুটেছেন এ ব্যাপারে জানতে। পেরেজও কিন্তু জিদানের সুরেই কথা বলছেন, ‘সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু ক্লাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আজকের মতো দিনে আমরা সবাই চ্যাম্পিয়নস লিগ নিয়েই উদ্‌যাপন করব। আমরা সব সময় ওকে (রোনালদোর রিয়াল ছাড়া) নিয়ে কথা বলি, কিন্তু দিনের শেষে কিছুই হয় না। আমি খুশি রোনালদো পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। ওকে জিজ্ঞেস করুন, সে থাকছে। এখনো তো সে চুক্তিবদ্ধ।’ গত বছর চ্যাম্পিয়ন লিগ জেতার পরও রোনালদো রিয়াল ছাড়ছেন বলে গুঞ্জন উঠেছিল। সে গুঞ্জন চাপা দিয়েই কিন্তু আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও মনে করেন, রোনালদোকে আগামী মৌসুমেও সঙ্গী পাবেন তাঁরা। তবে ম্যাচ শেষে রোনালদো আসলে কী বলতে চেয়েছেন, সেটা পরিষ্কারভাবে সবাইকে জানাতে বলেছেন আজই, ‘আমার মনে হয়, সে এই মৌসুমের একটা সারাংশ করেছে (অতীতকাল ব্যবহার করায়)। আর যদি তেমন কিছু থাকেই, তবে সে আজই সেটা পরিষ্কার করুক। সে আমাদের মূল খেলোয়াড়। সে রিয়ালের চেয়ে অন্য কোথাও ভালো থাকবে না।’

একটি মন্তব্য নিয়ে এমন শোরগোল পড়ে যাওয়ায় রোনালদোকেও তাই একটু সাবধানী হতে হয়েছে। পরে নিজেই বলেছেন, এখনো এমন কিছু নিয়ে কথা বলার সময় আসেনি, ‘একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ব্যাপার এখন গুরুত্বপূর্ণ নয়। আমি যা বলেছি, সেটা হয়তো একটু অন্যভাবে প্রকাশ করা হয়েছে। তবে আমার মনে হয় যা বলেছি, সেটা বলা উচিত হয়নি।’