মেসির দেশে অলিম্পিক খেলবে বাংলাদেশের যুবারা

বাংলাদেশের যুবারা খেলবে যুব অলিম্পিক গেমসে। সংগৃহীত ছবি
বাংলাদেশের যুবারা খেলবে যুব অলিম্পিক গেমসে। সংগৃহীত ছবি
অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আইরেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া যুব অলিম্পিক গেমসে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। মূলত বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলার কথা মেগা

এই আসরে। কিন্তু আয়োজকেরা এশিয়া থেকে তৃতীয় হওয়া দেশটিকেও খেলার সুযোগ দেওয়ায় লিওনেল মেসির দেশে খেলার ভাগ্য খুলে যায় বাংলাদেশের

সৌভাগ্য বুঝি একেই বলে! অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে অনুষ্ঠেয় যুব অলিম্পিক গেমসে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। মূলত বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলার কথা এই আসরে। কিন্তু আয়োজকেরা এশিয়া থেকে তৃতীয় হওয়া দেশকেও খেলার সুযোগ করে দেওয়ায় ভাগ্য খুলে গেছে বাংলাদেশের। 

আগামী ৬ থেকে ১৮ অক্টোবর লিওনেল মেসির দেশের রাজধানীতে বসবে যুব অলিম্পিকে আসর। সেখানে নিয়ম অনুযায়ী এশিয়া থেকে বাছাইপর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে খেলার সুযোগ পেয়েছে ভারত ও মালয়েশিয়া। বাছাইপর্বে দক্ষিণ কোরিয়াকে ৫-৪ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুব অলিম্পিকে খেলবে বাংলাদেশ। ফাইভ-এ-সাইড এই প্রতিযোগিতায় বাংলাদেশ যুব দলটি মূলত বিকেএসপির হকি খেলোয়াড়দের নিয়ে গঠিত। কোচের দায়িত্বও পালন করছেন বিকেএসপির জাহিদ হাসান রাজু। হঠাৎ পাওয়া সুযোগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, ‘যুব অলিম্পিকে খেলতে যাওয়া ১২টি দেশের মধ্যে বাংলাদেশ আছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’