লর্ডস জয়ে 'বিস্মিত' পাকিস্তান অধিনায়ক

দুর্দান্ত খেলেই জিতেছে পাকিস্তান। ছবি: এএফপি
দুর্দান্ত খেলেই জিতেছে পাকিস্তান। ছবি: এএফপি
>

লর্ডসে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ একই সঙ্গে আনন্দিত ও বিস্মিত এই জয়ে।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কী দুর্দান্ত জয়টাই না তুলে নিল পাকিস্তান! সাড়ে তিন দিনের মধ্যে ইংলিশদের নিজেদের উঠোনে ৯ উইকেটে হারিয়ে দেওয়াটা যেকোনো বিচারেই চমৎকার অর্জন। এই জয়ে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ যুগপৎ আনন্দিত ও বিস্মিত!

সরফরাজের বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। ইংল্যান্ডের তুলনায় অভিজ্ঞতায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে ছিল। মোহাম্মদ আব্বাস নামের এক অখ্যাত ফাস্ট মিডিয়াম বোলারের বোলিং তোপে ইংল্যান্ডের মতো এমন অভিজ্ঞ ও সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া দলের ভেঙে পড়া তো বিস্ময় জাগায়ই। পাকিস্তানি অধিনায়ক ব্যাপারটা মোটেও গোপন করেননি, ‘আমি অবশ্যই বিস্মিত। ইংলিশ দলটার দিকে তাকান, ওরা খুবই দক্ষ ও অভিজ্ঞ দল। আমি আমার খেলোয়াড়দের নিয়ে অসম্ভব গর্বিত।’

দারুণ এই জয়ের কারণ অবশ্যই ব্যাটে-বলে অনবদ্য দলগত পারফরম্যান্স। তবে ডাবলিনে আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট লর্ডসের জয়ে বড় অবদানই রেখেছে। আইরিশদের বিপক্ষে দুর্বল পারফরম্যান্স পাকিস্তানকে সাহায্য করেছে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করতে, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটা কঠিন ছিল। কঠিন সে ম্যাচ আমাদের প্রস্তুত হতে সাহায্য করেছে। লর্ডসে বল সুইং করছিল, তাই যেকোনো ধরনের প্রশংসাই ওদের জন্য যথেষ্ট নয়।’